‘পরের শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা যেন..’, মানিক মামলায় কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ইতিমধ্যেই গ্রেফতার করার পাশাপাশি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) চলছে মামলা আর এবার সেই সংক্রান্ত বিষয়ে সিবিআইকে (CBI) সতর্ক করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু কেন?

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের মতো তৃণমূল কংগ্রেস নেতা এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে। এই পরিস্থিতিতে একদিকে যখন বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করে চলেছে, আবার অপরদিকে চাকরিপ্রার্থীদের প্রতিবাদে সরগরম পরিস্থিতি।

এর মাঝেই সম্প্রতি সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য সংক্রান্ত একটি মামলার শুনানি চললেও উক্ত সময় আদালতে উপস্থিত হয়নি সিবিআই-এর আইনজীবীরা, যা নিয়ে পরবর্তী সময়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের একপ্রকার সতর্ক করে দিলেন বিচারপতি অভিজিৎবাবু। তিনি বলেন, “পরের শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা যেন উপস্থিত থাকেন।”

গত ১৮ই নভেম্বর শীর্ষ আদালতে উক্ত মামলার শুনানি চলাকালীন উপস্থিত হননি সিবিআই-এর আইনজীবীরা। যদিও এক্ষেত্রে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। তবে এদিন সিবিআই আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে অভিজিৎবাবু কার্যত বুঝিয়ে দিলেন, নিয়োগ দুর্নীতি মামলায় কোন রকমের ত্রুটি যেন না করা হয়।

Untitled design 30 4

প্রসঙ্গত, বর্তমানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক উল্লেখযোগ্য রায় দিয়ে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি আর এবার মানিক মামলায় সিবিআইকেও কার্যত কড়া নির্দেশ দিয়ে বসলেন অভিজিৎবাবু।


Sayan Das

সম্পর্কিত খবর