বাংলা হান্ট ডেস্ক : শুরুতে আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে কয়েক দাবি নিয়ে সক্রিয় আন্দোলনে নেমেছিলেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। কিন্তু সময়ের সাথে সাথে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে লেগেছে রাজনীতির ছোঁয়া। এপ্রসঙ্গে এবার একে একে সরব হচ্ছেন রাজ্যে শাসক বিরোধী দলের নেতা-মন্ত্রীরা (Abhijit Ganguly)।
জুনিয়র চিকিৎসকের আন্দোলন নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) প্রতিক্রিয়া
সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর এবার এই জুনিয়র চিকিৎসকের আন্দোলন নিয়ে মুখ খুললেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। রবিবার রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি থেকেই তিনি ২৬-এর নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালা বদলের ডাক দিয়ে গিয়েছেন।
এদিন এই অনুষ্ঠানের শেষেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে খানিক আফসোসের সুরেই তিনি বলেন, ‘ডাক্তারদের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু পরে রাজনৈতিক নেতাদের প্রায় প্রত্যক্ষ যোগ দেখা দেয়। এই আন্দোলনকে ওভাবে চ্যানেলাইজ করা উচিত হয়নি। এটা রাজনৈতিক আন্দোলন হওয়ায় তা অন্ধগলিতে ঢুকে পড়ল।’
উল্লেখ্য জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে গিয়ে আগেই একবার ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।এদিন বিষয়টি বেশ কায়দা করে এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘আন্দোলনকে রাজনৈতিক পথে চালিত করা হয়েছে, তা উচিত হয়নি। এখন এরা কী করবে, তা নিজেরাই জানে না।’প্রসঙ্গত রবিবার সকালেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্র সমালোচনা করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি কিছু বাম এবং অতি বামদের জন্য নাকি চিকিৎসকদের এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ‘২৬-এ এই মসনদ আমাদের হবে’! নকশাল আমলের হুঙ্কার তুলে ‘রক্তের রাজনীতি’র কথা শোনালেন মিঠুন চক্রবর্তী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপথে চালিত করছে। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে, তাতে সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছেন। বাম এবং অতি বামদের জন্য এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে।’
অন্যদিকে এই আন্দোলন নিয়ে সুকান্তর মজুমদারের দাবি, জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন বকলমে তৃণমূলেরই। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের এসব অভিযোগ মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। তাই এর বিরোধিতা করে দেবাশিস হালদাররা পাল্টা দাবি করেছেন চিকিৎসকদের আন্দোলনকে তাঁরা রাজনীতির ছোঁয়াচ থেকে বাঁচিয়েই রেখেছিলেন।