বাংলা হান্ট ডেস্কঃ পুজোর অবকাশকালীন সময় কাটিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শুরু হওয়ার পর মুহুর্তেই ফের একবার অ্যাকশনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। টেট (Primary Tet) সংক্রান্ত মামলায় সকল প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করার বিষয়ে এদিন পর্ষদকে নির্দেশ দিলেন অভিজিৎবাবু।
সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে সরগরম বঙ্গ রাজনীতি। এসএসসি, এসএলএসটির পাশাপাশি টেট সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে একের পর এক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। অপরদিকে আদালতের নির্দেশে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলি। এর মাঝেই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চাকরিপ্রার্থীদের আইনজীবীর তরফ থেকে ২০১৪ এবং ২০১৭ টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শংসাপত্র নিয়ে একাধিক সমস্যার কথা জানানো হয়।
উল্লেখ্য, প্রাথমিক টেট সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। সম্প্রতি, সল্টলেকের এপিসি ভবনের নিকট বিক্ষোভ প্রদর্শনে বসে চাকরি প্রার্থীরা। পরবর্তীতে আমরণ অনশনের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়। যদিও এরপরই সকলকে বলপূর্বক সেখান থেকে তুলে দেয় প্রশাসন, যা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র আর এর মাঝে বর্তমানে নতুন করে তৈরি হলো এক জটিলতা।
এক্ষেত্রে ২০১৪ ও ২০১৭-এ টেট পরীক্ষা হয়ে থাকলেও অনেকেই শংসাপত্র পাননি। একই সঙ্গে নম্বর না জানার কারণে পরবর্তী ক্ষেত্রে আবেদন করতেও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে সকলে। এই বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তোলা হলে তিনি এ প্রসঙ্গে মামলা করার অনুমতি দেওয়ার পাশাপাশি পর্ষদকে বিষয়টি বিবেচনা করে দেখারও নির্দেশ দেন।
একই সঙ্গে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বিকেলের মধ্যে চাকরিপ্রার্থীদের আইনজীবীর সঙ্গে পর্ষদ চেয়ারম্যান বৈঠকে বসুক। যে সমস্যা তৈরি হয়েছে, তার সমাধান দরকার।” উল্লেখ্য, আগামী সোমবার উক্ত মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শেষ পর্যন্ত চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানে পর্ষদ কি ভূমিকা নেয়, সেদিকে তাকিয়ে সকলে।