শাস্তি পেলেও সুর নরম হয়নি অভিজিৎবাবুর! মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আনলেন পাল্টা অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনী প্রচারসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ শনাতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে নিজেই বিপাকে পড়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অশালীন ভাষা প্রয়োগ করায় তৃণমূল কংগ্রেসের তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। এরপরেই তড়িঘড়ি তাঁকে শোকজ নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

প্রতিশ্রুতি মতোই নির্বাচন কমিশনের সমস্ত প্রশ্নের উত্তর-ও দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। কিন্তু তার সেই উত্তরে এদিন একেবারেই সন্তুষ্ট হয়নি কমিশন। তাই তাঁর বিরুদ্ধে নেওয়া কড়া পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন আগামী ২৪ ঘন্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু কমিশনের এই নির্দেশের পরেও কিন্তু সুর নরম হয়নি অভিজিৎবাবুর।

তাই নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার আগেই দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ‘কখনওই মনে হয়নি যে কথাগুলো না বললেই ভাল হত। আজও মনে হচ্ছে না। এই মুহূর্তেও না। কারণ যা আমি বলেছি তার পুরো বক্তব্যটা না লিখে, না বলে আংশিক বক্তব্যটা বলে অভিযোগটা করা হয়েছে। পুরোটা আমি বলে দেব আমি ভিডিও ক্লিপিং পাঠিয়ে দেব। তখন ইলেকশন কমিশন বুঝতে পারবে যে আমি চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে দামের কথাটা বলেছিলাম।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে আর্জি! সাধু বিরোধী মন্তব্য করে ঘোর বিপাকে মমতা

হলদিয়ার জনসভা থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে অভিজিৎ বাবুকে বলতে শোনা গিয়েছিল,’মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?’ তবে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এদিন অভিজিৎবাবু সংবাদমাধ্যমে পাল্টা প্রশ্ন তুলে বলেছেন , ‘মুখ্যমন্ত্রী সব জেনে শুনে চাকরি বিক্রি করতে গেলেন কেন? কুণাল ঘোষ একটা ইন্টারভিউতে বলেছেন, ২০২১ থেকেই তাঁরা জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজে বা তাঁর লোকজন চাকরি বিক্রি করছেন। দল জানত। আর এখানে দল কে? দল তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাকরি বিক্রি হতে দিলেন? তাঁর দর কত ওই আট লাখ দশ লাখ। সেটাই আমি বলেছি। এবং আমি যা বলেছি ঠিক বলেছি।

mamata abhijit 3

তবে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি তাঁর বক্তব্যে এখন অনড়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় তিনি ওইদিন ব্যক্তিগত আক্রমণ করছেন তা হাতিয়ার করেই এখন একের পর এক অভিযোগে বিজেপিকে বিঁধছে তৃণমূল শিবির। কদিন আগেই তমলুকর সভা থেকে মমতা বন্দোপাধ্যায়ের দাম বোঝাতে একটি ছবি দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যায়, মমতার সামনে মাথা নত করে নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী।এই ছবি দেখিয়ে সেদিন অভিষেক বলেছিলেন ‘জানতে চেয়েছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম। এই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর