‘OMR শিট প্রকাশ্যে আসায় কারও মানহানি হয়নি”, পাল্টা মামলাকারী তৃণমূল কাউন্সিলরকে জরিমানা আদালতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) কুহেলি ঘোষ সহ ১২ জন আদালতের (High court) দ্বারস্থ হন এই দাবি তুলে যে ওএমআর শিট প্রকাশ্যে আসার জন্য মানহানি হয়েছে তাদের। বুধবার বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সেই মামলার শুনানিতে জানান, স্কুল সার্ভিস কমিশন (SSC) আদালতের নির্দেশেই প্রকাশ করেছে ওএমআর সিট। মানহানি হওয়ার কোন প্রশ্নই নেই এতে।

পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরোও বলেন, এই আবেদন করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় গোলমাল পাকানোর উদ্দেশ্যে। প্রতীকী হিসেবে বিচারপতি প্রত্যেক মামলাকারীকে এক টাকা করে জরিমানাও করেন। স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে প্রকাশ করা ওএমআর শিটে দেখা যায় এমন বহু চাকরি প্রার্থী রয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন।

এমনকি এক পরীক্ষার্থী ওএমআর শিটে ঠিকমত লিখতে পারেননি রোল নম্বরটাও! পরে সেই চাকরিপ্রার্থী শিক্ষকতা করছিলেন রায়গঞ্জের একটি স্কুলে। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় আদালত কমিশনকে নির্দেশ দেয় প্রত্যেক পরীক্ষার্থীর OMR শিট প্রকাশ করার জন্য।

omr

আদালতের নির্দেশ মেনে এরপর কমিশন পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করে। এরপর তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষ মানহানি হওয়ার অভিযোগ নিয়ে দ্বারস্থ হন আদালতের। এরপর সেই মামলায় আরও ১২ জন আবেদন করেন পক্ষ হতে চেয়ে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X