বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির শাহজাহানের পর বর্তমানে সেখানকার স্টিং অপারেশন (Sandeshkhali Sting Video) নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সন্দেশখালি কাণ্ডে বহু ধাক্কার পর বর্তমানে স্টিং অপারেশনকে হাতিয়ার করে লোকসভা ভোটের বৈতরণী পার করার লক্ষ্যে তৃণমূল। বিজেপিও একচুল জমি ছাড়তে রাজি নয়। ইতিমধ্যেই স্টিং কাণ্ডে সিবিআই-র কাছে জমা পড়েছে অভিযোগ। এসব নিয়েই যখন তোলপাড় তার মাঝেই এবার প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির (Abhijit Ganguly) উপর হতে পারে স্টিং অপারেশন। এমনটাই আশঙ্কা করছেন তমলুকের ক্যান্ডিডেট।
অবসরপ্রাপ্ত বিচারপতির আশঙ্কা শুধু তিনি নন,স্ট্রিং ভিডিয়ো প্রকাশ পেতে পারে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারীকে নিয়েও। যদিও সেরম কোনও ভিডিওই এখনও সামনে আসেনি। তবে তমলুকের বিজেপি প্রার্থীর দাবি, যে ভিডিয়োই সামনে আসুক না কেন সেটা ডাহা মিথ্যা। একেবারেই ফেক। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করেন মিস্টার গঙ্গোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী বলেন, সন্দেশখালি কাণ্ডের পর নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে ফের বাজারে ছড়ানো হতে পারে ফেক ভিডিও। ভিডিও প্রকাশ পেলে তা দেখার পর তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতির। ভিডিও যে জাল সেটা নিজেই বুঝিয়ে দেবেন তিনি। করবেন ‘দুধ কা দুধ পানি কা পানি।’
আরও পড়ুন: রাজ্যে বন্ধ হবে CBI তদন্ত? মমতা সরকারের করা মামলার শুনানি শেষ, কী রায় দিল সুপ্রিম কোর্ট?
গত মঙ্গলবার SSC মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ। প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসা প্রসঙ্গে আদালতে চাকরিহারাদের আইনজীবী বলেন, ‘প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। কারণ তিনি ইন্টারভিউতে বলেছেন, তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে। এই বিষয়ে তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক।’ যদিও সেই অভিযোগকে আমল দেন নি প্রধান বিচারপতি। সেই প্রসঙ্গ তুলে অভিজিৎ বলেন, ‘ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনও প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি।’