বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলে (tmc) যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। সোমবার তৃণমূল ভবনে দলের মহাসচিব এবং পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সবুজ শিবিরের অংশ হলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।
কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রণব পুত্রের ব্যক্তিগত বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এরপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, কংগ্রেসের হাত ছেড়ে, তৃণমূলের ঘাঁটি শক্ত করতে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন অভিজিৎ মুখোপাধ্যায়।
এদিন তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘মমতা দিদি এবং অভিষেকবাবুকে অনেক ধন্যবাদ জানাব। তাঁদের অনুমতিতেই এখানে আসতে পেরেছি। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছি। ২০১১ সালে চাকরী ছেড়ে রাজনীতিতে যখন যুক্ত হই, তখন গোটা রাজ্য জুড়ে বাম বিরোধী হাওয়া তুলে মমতাদির নেতৃত্বে লড়াই করি। বাংলায় যখন একবার বিজেপিকে আটকে দিয়েছেন, তখন তিনি ভবিষ্যতে আরও অনেক বদল করতে পারবেন। দলের একজন অনুগত সৈনিক হিসেবে যুক্ত হলাম’।
প্রসঙ্গত, গত ১০ ই জুন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে এসেছিল। সে প্রসঙ্গে তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানিয়েছিলেন, ‘জেলায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন জাকির হোসেনের সঙ্গে দেখা করার পর অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন তিনি। তবে সেটা নিছক সৌজন্য সাক্ষাৎই ছিল’। তবে বর্তমানে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র অভিজিৎ।