সম্ভবত আজই সেই মাহেন্দ্রক্ষণ, কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরতে পারেন প্রণব পুত্র অভিজিৎ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শাসকদলের শক্তি বৃদ্ধি করতে সম্ভবত আজই তৃণমূলে (tmc) যোগ দিতে পারেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তবে বর্তমান সময়ে বিধানসভা নির্বাচনে তাঁর গলায় কংগ্রেসের ভরাডুবি নিয়ে কটাক্ষ এবং তৃণমূলের প্রশংসা শুনে চাপানউতোর শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে।

কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রণব পুত্রের ব্যক্তিগত বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এরপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, কংগ্রেসের হাত ছেড়ে, তৃণমূলের ঘাঁটি শক্ত করতে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন অভিজিৎ মুখোপাধ্যায়।

সূত্রের খবর, সোমবার বিকেল ৪ টে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সাংবাদিক বৈঠক রয়েছে তৃণমূল ভবনে। আর সেখানেই সাংবাদিকদের সামনে এই আনুষ্ঠানিক যোগদান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষের কদিন ধরে, বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে নানারকম প্রশ্ন তুললেও দেখা গিয়েছিল প্রণব পুত্রকে। আবার তাঁর গলাতেই শোনা গিয়েছিল তৃণমূলের গুণগান। সবকিছু মিলিয়ে আজই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে গোটা বঙ্গ।

প্রসঙ্গত, গত ১০ ই জুন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে এসেছিল। সে প্রসঙ্গে তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানিয়েছিলেন, ‘জেলায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন জাকির হোসেনের সঙ্গে দেখা করার পর অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন তিনি। তবে সেটা নিছক সৌজন্য সাক্ষাৎই ছিল’। তবে বর্তমানে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রণব পুত্র অভিজিৎ।

সম্পর্কিত খবর

X