‘তোমাদের রাণী’র দুর্দান্ত সাফল্যের পর নতুন মেগায় অভিকা, প্রকাশ্যে এল সিরিয়ালের টাইম স্লট

বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন বিনোদনের ক্ষেত্রে দর্শকদের অন্যতম প্রিয় মাধ্যম সিরিয়াল (Serial)। দর্শকদের চাহিদাকে মান্যতা দিয়েই বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হয় নানান ধারাবাহিক। এর মধ্যে কিছু কিছু সিরিয়াল দর্শকদের মনে জায়গা করে নেয় পাকাপাকিভাবে। এমনকি নবাগত অভিনেতা অভিনেত্রীরাও দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চমকে দেয় সকলকে। এমনি একটি সিরিয়াল (Serial) গত বছর সম্প্রচারিত হয়েছিল স্টার জলসায়। নাম ‘তোমাদের রাণী’।

নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন তোমাদের রাণীর অভিকা

তরুণী মায়ের সন্তান মানুষ করা এবং ডাক্তার হওয়ার স্বপ্নের গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি (Serial)। সেখানে নায়িকা রাণীর ভূমিকায় দেখা গিয়েছিল অধিকার মালাকারকে। প্রথম ধারাবাহিকের বড় সাফল্য পেয়েছিলেন তিনি। টিআরপি তালিকায় দারুণ ফল করেছিল সিরিয়ালটি (Serial)। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন অভিকা।

Abhika malakar is returning with new serial

প্রকাশ্যে এল স্লট: তোমাদের রাণী নতুন পরিচয় দিয়েছিল অভিকাকে। শুধু দর্শকদেরই নয়, চ্যানেল, প্রযোজকদেরও নজর কেড়ে ছিলেন তিনি। আর তাঁর প্রতিভার জোরেই এবার বড় চমক দিলেন অভিকা। নতুন সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই নতুন মেগার সম্প্রচারের তারিখ এবং সময়।

কোন চ্যানেলে দেখা যাবে নতুন সিরিয়াল: অভিকার নতুন মেগার নাম ‘পকেট মে আসমান’। হ্যাঁ, বাংলা নয়, এবার হিন্দি সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন তিনি। আগেই জানা গিয়েছিল, তোমাদের রাণীর হিন্দি রিমেক হতে চলেছে। আর সেই সিরিয়ালেরই (Serial) মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিকা। এই নতুন মেগাটি দেখা যাবে স্টার প্লাস চ্যানেলে। প্রোমো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। আবারো রানি হয়ে উঠেছেন অভিকা। আর এবার সামনে এল সম্প্রচার সময়।

আগামী ৩০ শে জানুয়ারি থেকে সন্ধ্যা ৬ টার স্লটে দেখা যাবে পকেট মে আসমান। এর আগে একাধিক বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক হয়েছে। তবে ‘ভুতু’র পর এই প্রথম কোনো হিন্দি রিমেক মেগার মুখ্য চরিত্রে থাকছেন বাংলা সিরিয়ালের নায়িকাই। অভিকার এই নতুন সফরে খুশি ‘দূর্জানি’ ভক্তরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর