মা ব‍্যস্ত ভ‍্যাকেশনে, প্রেমিকার সঙ্গেই মা লক্ষ্মীর আরাধনা করলেন শ্রাবন্তী-পুত্র অভিমন‍্যু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো মিটতেই শহর ছেড়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। একান্তে প্রকৃতির কোলে সময় কাটাচ্ছেন তিনি। এদিকে ছেলে অভিমন‍্যু চট্টোপাধ‍্যায় (abhimanyu chatterjee) ব‍্যস্ত প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে ধনদেবীর আরাধনায়। এদিনের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রাবন্তী পুত্র।

প্রেমিকার বাড়ির লক্ষ্মীপুজোয় উপস্থিত ছিলেন অভিমন‍্যু। দামিনীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। কালো ফুলস্লিভ পুলোভার, ছাই রঙা প‍্যান্টের সঙ্গে মাথায় কালো টুপি পরেছিলেন অভিমন‍্যু। সঙ্গে গলায় সোনার চেন। পাশে দামিনীকেও দেখা গেল নজরকাড়া লুকে। গাঢ় সবুজ রঙা শাড়ির সঙ্গে গোলাপি স্লিভলেস ব্লাউজ পরেছিলেন তিনি।


প্রেমিকার শেয়ার করা ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলেও ফের শেয়ার করেন অভিমন‍্যু। বাড়ির লক্ষ্মীপুজোর প্রস্তুতি ও প্রতিমার ঝলকও সোশ‍্যাল মিডিয়া মারফত শেয়ার করেছেন দামিনী। বোঝাই যাচ্ছে, প্রেমিকার বাড়িতেও অভিমন‍্যুর আলাপ পরিচয় বেশ ভালোই।

নিজের প্রেমজীবন অবশ‍্য অনেকদিন আগেই সকলের সামনে নিয়ে এসেছেন অভিমন‍্যু। মডেল দামিনী ঘোষের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। প্রায়ই দুজনের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঠে আসে একসঙ্গে সময় কাটানোর ছবি।


ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুর মতো, একথা নিজের মুখেই একাধিক বার স্বীকার করেছেন অভিনেত্রী। গোটা বিশ্ব তাঁর ব‍্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েন নিয়ে ট্রোল করলেও অভিমন‍্যুকে সবসময় পাশে পেয়েছেন তিনি। দামিনীর সঙ্গেও তাঁর খুবই ভাল সম্পর্ক। হবু বৌমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন শ্রাবন্তী।

অবশ‍্য অভিমন‍্যুর সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে মা শ্রাবন্তীকে জড়িয়ে কম ট্রোল, সমালোচনা হয়নি। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে অভিনেত্রী মুখ খোলেন তিনি ছেলে অভিমন‍্যু ওরফে ঝিনুকের সম্পর্ক নিয়ে। তিনি সাফ জানিয়ে দেন, ছেলের বান্ধবীকে তিনি চেনেন। উপরন্তু এটাই প্রেম করার বয়স, তাই এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলেও মন্তব‍্য করেন শ্রাবন্তী।

সম্পর্কিত খবর

X