শতরান পেলেন সুদীপ ও অভিমন্যু! নাগাল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অভিমুন্য ঈশ্বরণের (Abhimanyu Easwaran) এবং সুদীপ কুমার ঘরামির (Sudip Kumar Gharami) শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা (Bengal Cricket Team)। চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2022/23) ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন সুদীপ (১০৪)। ভারতীয় স্কোয়াড থেকে ফিরে ছন্দে অভিমন্যুও (১৭০)। মঙ্গলবার থেকে নাগাল্যান্ডের (Nagaland Cricket) বিরুদ্ধে শুরু হওয়া অ্যাওয়ে ম্যাচে বাংলা যে দাপুটে পারফরম্যান্স করবে এমনটা অনেকেই প্রত্যাশা করেছিলেন। বোলারদের দুর্দান্ত বোলিং এর পর দ্বিতীয় দিনের শেষে বাংলার ব্যাটাররাও তাদের সেই ভরসাকে মান্যতা দিচ্ছেন।

গতকাল দুর্দান্ত বোলিংয়ের পর আজ মাত্র ১৬৬ রানে নাগাল্যান্ডকে রুখে দিতে সক্ষম হয় বাংলার বোলিং বিভাগ। দুর্দান্ত বোলিং করেন স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। মাত্র ৪৩ রানের বিনিময়ে ছয়টি উইকেট পেয়েছিলেন তিনি। এরপর ব্যাট করতে নেমে কৌশিক ঘোষকে দ্রুত হারাতে হলেও অভিমুন্য এবং সুদীপ একটা বড় পার্টনারশিপ গড়ে তোলেন নিজেদের মধ্যে। দিনের শেষে ৪ উইকেট খুঁইয়ে ৩৩৬ রান তুলে ১৭০ রানের লিড নিয়েছে বাংলা।

   

এর আগের দুটি ম্যাচের মধ্যে একটিতে সরাসরি জয় পেয়েছে বাংলা। কিন্তু হিমাচল প্রদেশের বিরুদ্ধে একটুর জন্য জয় হাতছাড়া হয়েছে। তবে সেই ম্যাচে প্রথম ইনিংসে লিড থাকার দরুন ৩ পয়েন্ট তাদের হাতে এসেছে। নাগাল্যান্ড খাতায় কলমে অনেকটাই দুর্বল প্রতিপক্ষ। তাই তাদের বিরুদ্ধে সরাসরি জয় তুলে নেওয়াই লক্ষ্য বাংলার ক্রিকেটারদের।

সুদীপ এবং অভিমন্যুর মধ্যে হওয়া ২২৪ রানের পার্টনারশিপটি ম্যাচের টোন সেট করে দিয়েছে। অভিমন্যু নিজের ইনিংসে মেরেছেন ১৬টি চার। সুদীপ নিজের শতরানটি সাজিয়েছিলেন ১১টি চার ও ১টি ছক্কা সহযোগে। দ্বিতীয় দিনের শেষে ১৬ রান করে ক্রিজে ছিলেন মনোজ তিওয়ারি। তার সঙ্গী হিসেবে রয়েছেন তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তৃতীয় দিন দ্রুত কিছু রান তুলে নিয়ে বড় একটি লিড নিয়ে সরাসরি ইনিংসে জেতার জন্য ঝাঁপাবে বাংলা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর