প্রতিদ্বন্দ্বী সরাতে নোংরা ষড়যন্ত্র, আলিয়ার চোখের সামনেই উমার সিঁথি রাঙিয়ে দিল অভি

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক হল শুরু হলেও হালে পানি পেয়ে গিয়েছে ‘উমা’ (uma)। ক্রিকেটপ্রেমী মেয়ের লড়াই নিয়ে জি বাংলায় শুরু হয়েছিল নতুন এই সিরিয়ালের পথচলা। শুরু থেকেই টিআরপি তালিকায় ভাল ফল করে আসছে এই সিরিয়াল। আগামীতে আরো বড় চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন‍্য।

খুব শিগগিরি বিয়ের বাদ‍্যি বাজতে চলেছে উমা সিরিয়ালে। আলিয়া ও অভিমন‍্যুর (abhimanyu) বিয়ে ঠিক হয়েছে। কিন্তু অভির এই বিয়েতে একেবারেই মত নেই। আলিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও স্বভাব চরিত্রে তারা একেবারে বিপরীত। উপরন্তু সদ‍্য সে জানতে পেরেছে উমার প্রতিভাকে ব‍্যবহার করে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা পেয়েছে আলিয়া।

IMG 20211218 012110
নির্বাচনী ম‍্যাচে আলিয়ার হয়ে যে উমাই খেলেছিল তা জেনে গিয়েছে অভিমন‍্যু। সে এখন মনেপ্রাণে চায় উমার প্রতিভাকে যোগ‍্য সম্মান দিতে। এদিকে উমাও পড়েছে চরম সংকটে। অভির মেজকা তাকে জানিয়েছে, তার বাবার মৃত‍্যুটা হয়তো স্বাভাবিক ছিল না। হয়তো স্বড়যন্ত্র করে খুন করা হয়েছিল তার বাবাকে। অভির কথা শুনে উমাও রাজি হয় ক্রিকেটে ফিরতে। এভাবেই বাবার খুনিদের শাস্তি দিতে পারবে সে।

এদিকে আলিয়া পরিকল্পনা করে উমাকে আবার তার নিজের কাজে বহাল করবে। তাহলেই সে জানতে পারবে উমাকে নিয়ে অভি ঠিক কী কী পরিকল্পনা করছে। বিয়ের দিন অভি আলিয়া ও তার বাবাকে ষড়যন্ত্র করতে শুনে ফেলে। আলিয়া ও অম্বরীশ আচার্য পরিকল্পনা করে উমার ক্রিকেট খেলা চিরতরে বন্ধ করে দিতে চায়।

https://www.instagram.com/uma_official_fanpage_/p/CXknPIJoLYz/?utm_medium=copy_link

এসব শুনে আর নিজেকে শান্ত রাখতে পারে না অভি। উমার হাত ধরে আলিয়ার সামনে নিয়ে এসে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলে, এবার থেকে উমা সবসময় তার সমর্থন পাবে। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর উমায় দেখানো হবে বিশেষ পর্ব। অভি উমার ভবিষ‍্যৎ কী হবে, আলিয়াই বা কোন নতুন ষড়যন্ত্র করবে সমস্তটাই জানা যাবে ধীরে ধীরে।

Niranjana Nag

সম্পর্কিত খবর