দুবাই থেকে ফিরেই খুল্লমখুল্লা প্রেম! বাড়ির পুজোয় মনের মানুষ অভিরূপ ও বিধায়ক মদন মিত্রকে পাশে নিয়ে লেন্সবন্দি শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ধীরে ধীরে চতুর্থ সম্পর্কটা প্রকাশ‍্যে আনছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। তিন তিন বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। কিন্তু সকলেই তাঁর মন জয় করতে ব‍্যর্থ হয়েছেন। এবার চতুর্থবারের দিকে এগোচ্ছেন টলিউড ডিভা, নেটপাড়ায় কান পাতলে এমনি গুঞ্জন শোনা যাচ্ছে।

আর কানাঘুঁষো বাড়বে নাই বা কেন? নেটদুনিয়ায় এখন ভাইরাল শ্রাবন্তী ও তাঁর চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Chowdhury) যুগল ছবি। সম্প্রতি নিজের বাড়িতে ধুমধাম করে কালীপুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেখানেই অতিথি হিসাবে হাজির ছিলেন অভিরূপ। এবারে আর কোনো লুকোছাপা করেননি। শ্রাবন্তীর পাশে বসেই দিব‍্যি ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিরূপ।


এদিন সাদা চিকনকারি শাড়ি ও স্লিভলেস সাদা ব্লাউজে সেজেছিলেন শ্রাবন্তী। হালকা মেকআপ ও খোঁপায় সাদা গোলাপ গুঁজে সাজ সম্পূর্ণ করেন তিনি। অন‍্যদিকে অভিরূপকে দেখা গেল কালো পাঞ্জাবিতে। বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন মদন মিত্রও। তাঁকেও দেখা গেল কালো পোশাকে।

এর আগে বহুবার শ্রাবন্তীর সঙ্গে দেখা মিলেছে কামারহাটির তৃণমূল বিধায়কের। সম্প্রতি সবুজ শিবিরের ভোটপ্রচারে যোগ দিয়ে তৃণমূলেই থাকার কথা স্বীকার করলেও অনেক আগেই মদন ঘোষনা করেছিলেন, শ্রাবন্তী জোড়াফুলে আসলে আবারো গঙ্গাবক্ষে পার্টি হবে।

https://www.instagram.com/p/CapK3x9BtGo/?utm_medium=copy_link

এর আগে অভিরূপের বিশ্বকর্মা পুজোতেও এসেছিলেন শ্রাবন্তী ও মদন। অভিরূপের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছেন তিনি। মাঝে মালদ্বীপ ও দুবাই ঘুরে এসেছেন অভিনেত্রী। শোনা গিয়েছে, দুবারেই নাকি তাঁর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। যদিও খুব সচেতন ভাবেই চর্চিত প্রেমিককে সোশ‍্যাল মিডিয়া থেকে লুকিয়ে রেখেছেন শ্রাবন্তী। তবে এখন যেভাবে তিনি প্রকাশ‍্যে আসছেন তাতে অনেকের সন্দেহ, সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

X