অনুব্রতর পর এবার, অভিষেক, ‘কারণ’ দেখিয়ে এড়ালেন ইডির তলব

বাংলাহান্ট ডেস্ক : আজই দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি মঙ্গলবার দিল্লিতে ইডির দপ্তরে হাজির হচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোনও একটি ব্যক্তিগত কারণে আজ হাজির হতে পারছেন না তিনি, এমনটাই ইডি কর্তাদের ইমেল মারফত জানিয়েছেন অভিষেকের আইনজীবী।

কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে চাপানউতোর। গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে হাজিরা দিলেও সমন সত্ত্বেও হাজিরা দেননি তাঁর স্ত্রী রুজিরা। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। দ্রুত মামলার নিষ্পত্তির আর্জি জানানো হয় সেখানে। সোমবারই তাঁদের আইনজীবী মনু সিংভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে এই আর্জি জানান। কিন্তু সোমবার মামলার শুনানি করতে রাজি হননি প্রধান বিচারপতি এনভি রমণা। ফলে মঙ্গলবারও অভিষেক-রুজিরার উপর বহাল রয়েছে ইডির সমন। কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির তলব এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগেও ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় দিল্লির উচ্চ আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁকে সপরিবারে নাজেহাল করে রাজনৈতিক উদ্দ্যেশ্যে পূরণের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘কলকাতাতেও ইডির অফিস রয়েছে। সেখানে আমাকে দশ বার ডাকুক, ক্ষতি নেই। দশ বারই যাব। কিন্তু রাজনৈতিক উদ্দ্যেশ্য নিয়ে হেনস্তা করতেই বারবার দিল্লিতে ডাকা হচ্ছে।’

একাধিক মামলাতেই বর্তমানে বাংলায় অতিমাত্রায় সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। রাজ্যের শাসকদলের অভিযোগ, বাংলায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। রাজনৈতিক ভাবে পেরে না উঠেই এহেন উপায়ে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই ইস্যুতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’দিল্লিতে ক্ষমতায় আছে বলে কায়দা করে ফায়দা তুলতে চাইছে। আমরা এখন তো আর কেউ দিল্লির বিরুদ্ধে কিছু বলতেও পারি না। বিজেপি সব বন্ধ করে দিচ্ছে। কথা বলাও বন্ধ করে দিতে চাইছে।’


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর