বিরাট স্বস্তি! অভিষেকের বিরুদ্ধে করা স্বতঃপ্রণেদিত মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : হলদিয়ার জনসভায় দাঁড়িয়ে বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বন্দোপাধ্যায়। আর এরপরেই মন্তব্য নিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র দৃষ্টি আকর্ষন করেন দুই আইনজীবী। এর সঙ্গেই স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জিও জানানো হয়। সেই মতো মামলা দায়ের করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু দুপুর দুটোয় এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই আগের দেওয়া রায় খারিজ করে দেওয়া হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

বিচারব্যবস্থার ১ শতাংশের বিরুদ্ধে দিন দুয়েক আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয় সমালোচনা হয়। নাম না করেই অভিষেকের সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিচারপতিদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে মামলা দায়েরও হল। কলকাতা হাইকোর্টের দুই আইনজীবী স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান হাইকোর্টে। হাইকোর্ট দুই আইনজীবীকে মামলা দায়েরের অনুমতিও দেয় প্রথমে। পরে, আজ দুপুর দুটোয় মামলাটির শুনানি হয়।

শনিবার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সভা থেকে‘বিচার ব্যবস্থার ১ শতাংশকে’ নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থার এক-দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে কাজ করছেন, তল্পিবাহক হিসেবে। এক শতাংশ এমন আছেন, কিছু হলেই যাঁরা সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের ঘটনাতেও স্থগিতাদেশ দিচ্ছেন। খুনের ঘটনায় আদালত নিরাপত্তা দিতে পারে অভিযুক্তকে কিংবা সাক্ষীকে। আপনার যদি মনে হয়, সত্যি কথা বলার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন কথা ২ হাজার বার বলব, ১০ হাজার বার বলব। সত্যি কথা বলতে আমার কোনও ভয় নেই।’

Sudipto

সম্পর্কিত খবর