আমিও হাজিরা দিয়েছি! CBI জেরা এড়িয়ে SSKM-এ ভর্তি হওয়া অনুব্রতকে বিশেষ বার্তা অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : সিবিআই জ্বরে থরহরিকম্প অনুব্রত। এই নিয়ে লাগাতার ৫ বার তলব এড়িয়েছেন তৃণমূল নেতা। আপাতত ‘শরীর খারাপ’ বলে ঠাঁই নিয়েছেন এসএসকেএম হাসপাতালে কার্যতই হোটেল সদৃশ উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে। সেখানে দিব্যি খাচ্ছে, ঘুরছেন, টিভিও দেখছেন। কিন্তু ঢিলছোঁড়া দূরত্ব নিজাম প্যালেসে আসার সময়ই অসুস্থ বোধ করছেন তিনি। সেই কারণেই আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

স্বভাবতই, তৃণমূল নেতার এহেন পালিয়ে বেড়ানো নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বিধানসভায় এই ইস্যুতেই বাজার গরম করছে বিজেপি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিআইয়ের সামনে দাঁড়িয়ে লড়াই করার নিদানই দিতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

   

গতকাল কলকাতায় বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে একটি মিছিলে যোগ দেন তিনি। সেখানে অনুব্রতর নাম না করলেও সিবিআই প্রসঙ্গ টেনে আনেন অভিষেক৷ নিজের উদাহরণ দিয়েই তাঁর এই মন্তব্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ এমনটাই মত অনেকের।

এদিন তিনি বলেন, ‘আমাকে সাত আটবার নোটিশ পাঠিয়েছে সিবিআই। কলকাতার মামলায় নয়াদিল্লিতে ডেকেছে। আমি গিয়েছি। নয় ঘন্টা ধরে প্রশ্নের উত্তর দিয়েছি।’ পর্যবেক্ষকদের মতে নাম না করেই অনুব্রতকেই এই বিশেষ বার্তা দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যেহেতু সিবিআইয়ের সামনে দাঁড়িয়েই লড়েছেন, তাই সম্ভবত তিনি এটাই চাইছেন যে তাঁর দলের নেতারাও তেমনটাই করুক। অনুব্রতর এভাবে পালিয়ে বেড়ানোয় আরও বেশি করে সোচ্চার হচ্ছে বিরোধীরা। ‘ভুল বার্তা’ পৌঁছাচ্ছে মানুষের কাছে, এমনটাই দাবি ইতিমধ্যেই উঠছে ঘাসফুল শিবিরের অন্দরেই। তাই কি এবার অনুব্রতকে সাবধান করলেন অভিষেক? উঠছে প্রশ্ন।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর