অভিষেক বনাম মমতা! আরও স্পষ্ট ফাটল তৃণমূলে

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছে তৃণমূলের অন্দরে ভাঙনের চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই নেতৃত্বকে যে সমভাবে গ্রহণ করছেন না নেতারা তা একপ্রকার পরিষ্কার হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবীনতা’ অন্যদিকে প্রাচীন পন্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস, দুইয়ের দ্বন্দই কি তবে ভাঙন ধরাচ্ছে তৃণমূলে? এই নিয়ে অবশ্য নানা মুনির নানা মত।

দলের শীর্ষ স্থানীয় এক সাংসদের দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যে তৃণমূলের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে তুলে ধরবেন, তা নিয়ে কখনওই আপত্তি ছিল না দলের পুরোনো নেতাদের। এটাকে স্বাভাবিক উত্তরাধিকার হিসেবেই মেনে নিয়েছিলেন সকলে। কিন্তু এখন তাঁদের দাবি মমতাকে অনুসরণ করে ধাপে ধাপে না এগিয়ে এক ধাক্কায় উঠে আসতে চাইছেন অভিষেক।’

   

এই প্রসঙ্গে অবশ্য খানিক উলটো সুর গেয়েছেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চান দলে নবীন এবং প্রবীণদের সংমিশ্রণ। তিনি মাঝখানে জেলাসফর, প্রশাসনিক বৈঠক, নবান্নের কাজ এবং রুটিনমাফিক দলীয় কর্মসূচীর মধ্যে আবদ্ধ ছিলেন। কিন্তু অত্যন্ত সঠিক সময়ে দলের হাল এমন ভাবে ধরলেন যাতে তৃণমূলের ভবিষ্যৎ আরও শক্ত হবে।’ তিনি আরও বলেন, ‘গোটা তৃণমূলে নয়, গোটা বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। যে দল তিনি ১৯৯৮ সালে তৈরি করেছিলেন, তার ধারেকাছেও দেশের কোনো আঞ্চলিক দল নেই। ৩৪ বছরের বাম সরকারকে হটানো প্রায় ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর মতই বিষয় ছিল। সেটা একক ভাবে মমতা করে দেখিয়েছেন। সেই কৃতিত্বের ভাগিদার অন্য কেউ হবে তার কোনো সুযোগই নেই।’

কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে কার্যতই দ্বিধা বিভক্ত তৃণমূল। সে এক ব্যক্তি এক পদ নীতিই হোক বা বয়স্ক নেতাদের অবসর পরিকল্পনা। অভিষেকের এক ব্যক্তি এক পদ নীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না তা তিনি জানিয়েছিলেন আগেই। এর মধ্যেই নেতাদের ৬০ বছরে অবসরের পরিকল্পনাকে সমর্থন করেন সৌগত রায়। তাঁকে মুখ খুলতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বারণ করলেও অভিষেকের সুরে সুর মেলান তিনি। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন দলের একাংশ। এক ক্ষুব্ধ সাংসদ বলেন, ‘৭৫ বছর বয়সে এসে সৌগতবাবুর বোধদয় হল কেন? তিনি তো ৬০ বছরেই কলেজ থেকে অবসর নিয়েছিলেন। তারপর ১৫ বছর রাজনীতি চালিয়ে গেলেন কেন? ১৫ বছর চুটিয়ে রাজনীতি করে সাংসদ বিধায়ক হয়ে এখন এসব বলার মানে টা কী?’

তৃণমূলের অপরাংশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে সমস্যা সৃষ্টি হচ্ছে দলের ৫ শীর্ষ নেতার। নিজেদের স্বার্থে ঘা লাগাতেই ফুঁসে উঠেছেন তাঁরা। নতুন মুখদের তুলে আনার জন্য এদের কয়েক জনকে কিছু পদ থেকে সরানো হয়েছে। যার ফলে মৌরসীপাট্টা মারতে না পেরে দলের ভাবমূর্তি নষ্ট করছেন বসে বসে।

তবে আরেক দল অভিযোগের তীরে বিদ্ধ করেছে আইপ্যাককেই। দলের আভ্যন্তরীণ ক্ষেত্রে পিকের অতিসক্রিয়তা যে মমতার বরদাস্ত নয় সে কথাই মনে করিয়ে দিয়ে তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়াই প্রার্থী তালিকায় রদবদল ঘটিয়েছে আইপ্যাক।

আস্তে আস্তে জাতীয় স্তরে নিজেদের শক্তি বাড়াচ্ছে তৃণমূল। সামনেই গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থীও দিয়েছে তারা। এই পরিস্থিতিতে দলের অন্দরের এহেন খাদ সদৃশ ফাটল যে বিরোধীদেরই সুবিধার কারণ হবে তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে না। এই মুহূর্তে গোয়ায় তৃণমূলের ফলাফল নিয়েও সন্দেহ প্রকাশ করছেন পর্যবেক্ষকরা। পুরো ব্যাপারটিতে কার্যতই চরম অস্বস্তিতে রাজ্যের ঘাসফুল শিবির।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর