বাংলাহান্ট ডেস্ক : বছর শেষের সঙ্গে সঙ্গে গুঞ্জনের অবসানও কি হতে চলেছে বচ্চন পরিবারে? সম্প্রতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে (Abhishek Aishwarya) একত্রে দেখে এমনি প্রশ্ন উঠতে শুরু করেছে বিনোদুনিয়ায়। আসলে সম্প্রতি একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অ্যানুয়াল ডে সেলিব্রেশনে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন দুজনে। সঙ্গে ছিলেন অমিতাভও। তাঁদের একসঙ্গে দেখেই নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছে অনুরাগীরা।
আরাধ্যার অনুষ্ঠানে হাজির অভিষেক ঐশ্বর্য (Abhishek Aishwarya)
মুম্বইয়ের ধিরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে আরাধ্যা সহ বলিউডের আরো একাধিক তারকার সন্তানরা। সম্প্রতি ওই স্কুলেই অনুষ্ঠিত হল অ্যানুয়াল ডে প্রোগ্রাম। আরাধ্যা, আব্রাম খান সহ বেশ কয়েকজন তারকা সন্তানকে অংশ নিতে দেখা গিয়েছে অনুষ্ঠানে। আর সন্তানদের জন্য গলা ফাটাতে হাজির ছিলেন তাঁদের বাবা মায়েরা। বিশেষ ভাবে নজর কাড়লেন অভিষেক (Abhishek Aishwarya), ঐশ্বর্য এবং অমিতাভ।
নাতনির জন্য গর্বিত অমিতাভ: অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আরাধ্যার পারফরম্যান্স চলাকালীন ভিডিও রেকর্ড করছেন বচ্চন পরিবারে। বিশেষ করে নাতনির পারফরম্যান্স দেখে অমিতাভের মুখে গর্বিত ভাবও নজর এড়ায়নি নেটিজেনরা। নিজের ব্লগে বিগ বি লিখেছেন, ‘বাচ্চারা… বাবা মায়ের উপস্থিতিতে তাদের নিজেদের সেরাটা ফুটিয়ে তোলার যে চেষ্টা তার মধ্যে দিয়ে তাদের সারল্য ফুটে ওঠে। কী দারুণ অভিজ্ঞতা!’
আরো পড়ুন : খুলে গেল “ভালোমানুষির মুখোশ”, স্বাধীনতায় ভারতের অবদান ভুলে পাকিস্তানের “নির্লজ্জ” তাবেদারি ইউনূসের
নিন্দুকদের যোগ্য জবাব জুটির: এদিন পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন অভিষেক ঐশ্বর্যও (Abhishek Aishwarya)। দুজনেই রঙ মিলিয়ে পরে এসেছিলেন কালো পোশাক। শ্বশুরের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায় অ্যাশকে। এতদিন ধরে চলতে থাকা যাবতীয় বিচ্ছেদের জল্পনায় যেন জল পড়ল। দীর্ঘদিন ধরে চলতে থাকা গুঞ্জন, একাধিক কারণ বিতর্ক সবকিছু এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিলেন বচ্চন জুটি।
আরো পড়ুন : ‘সন্তান চাইনি’, কোনো পরিকল্পনাই ছিল না, মেয়ের জন্ম নিয়ে বিষ্ফোরক স্বীকারোক্তি রাধিকার
উল্লেখ্য, এর আগেও অম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছিলেন অভিষেক ঐশ্বর্য (Abhishek Aishwarya) এবং আরাধ্যা। অথচ তারপরেও অব্যাহত ছিল তাঁদের বিচ্ছেদ জল্পনা। এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। কিন্তু এবার পাশাপাশি মেয়ের অনুষ্ঠানে এসেই নিন্দুকদের সপাট জবাব দিলেন তাঁরা।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট