হওয়ারই ছিল ডিভোর্স! শুধুমাত্র এই কারণেই বিয়ে টিকিয়ে রাখেন অভিষেক-ঐশ্বর্য

বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মধ্যে সম্পর্কটা আদৌ আছে নাকি নেই, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। বিগত কয়েক মাস ধরেই তাঁদের নিয়ে জল্পনা অব্যাহত। বচ্চন পরিবারের মধ্যে নাকি অশান্তি বেড়েছে। আলাদা থাকছেন অভিষেক ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। অভিনেতার মন নাকি মজেছে অন্য নারীতে। এমন বহু গুঞ্জনই শোনা যাচ্ছে টিনসেল টাউনে। এর মধ্যে কোনটা যে সত্যি আর কোনটা জল মেশানো, তা ধরতে পারা দায়।

টেকার নয় অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বিয়ে

মাত্র কিছুদিন আগেই ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) জন্মদিনে নেটিজেনদের আশঙ্কা সত্যি করে সোশ্যাল মিডিয়ায় নীরব থেকেছেন অভিষেক। কোনো শুভেচ্ছা বার্তা দেখা যায়নি তাঁর। এতে বিচ্ছেদের জল্পনা যখন আরো জোরালো হয়েছে তখনি ভাইরাল হল আরেকটি ভিডিও। অভিষেক ঐশ্বর্যর বিয়ে নাকি টেকারই নয়। একসময় না একসময় তা ভাঙতই।

আরো পড়ুন : ‘পরিণীতা’র ধাক্কায় এলোমেলো Zee এর সব স্লট, কোন কোন সিরিয়ালের সময় বদলালো?

ভাইরাল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে, তিনি নাকি অনেকদিন আগেই অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বিয়ের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছিলেন। কী বলেছিলেন ওই জ্যোতিষী! তিনি নাকি আগেই জানিয়েছিলেন, অভিষেক ঐশ্বর্যর বিয়ে টিকিয়ে রাখা কোনো ভাবেই সম্ভব নয়। পরস্পরের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কারণেই ধাকি ভেঙে যাবে অভিষেক ঐশ্বর্যর সম্পর্ক। শুধুমাত্র মেয়ে আরাধ্যার জন্যই যতদিন পারবেন বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করবেন তাঁরা।

আরো পড়ুন : সাত দিন ধরে নির্জলা উপোস, স্বামী নয়, এই অভিনেতার জন্য সাঁই বাবার কাছে ছুটে গিয়েছিলেন শ্রীদেবী!

মেয়েকে নিয়ে জলসায় এসেছিলেন ঐশ্বর্য

এদিকে সম্প্রতি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) এবং আরাধ্যাকে দেখা যায় বচ্চন পরিবারের বাসভবন জলসায় এসে পৌঁছাতে। অভিষেককেও দেখা গিয়েছিল চেনা মুডে। তাঁদের দেখে অনেকেই আশা করেছিলেন, সম্ভবত সবকিছুই ঠিক রয়েছে তাঁদের মাঝে। যা রটেছে সবটাই গুজব মাত্র।

Aishwarya Rai Bachchan

তবে বিচ্ছেদ নিয়ে যত গুঞ্জনই শোনা যাক, অভিষেক ঐশ্বর্য কুলুপ এঁটে রেখেছেন মুখে। বর্তমানে অবশ্য মেয়ে আরাধ্যাকেই সব জায়গায় দেখা যায় ঐশ্বর্যর সঙ্গে। অভিষেকের তেমন দেখা মেলে না স্ত্রীর পাশে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর