শুটিংয়ে ব‍্যস্ত বৌমা ঐশ্বর্য, অসুস্থ অভিষেককে দেখতে হাসপাতালে বাবা অমিতাভ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গুরুতর অসুস্থ অভিষেক বচ্চন (abhishek bachchan)। হাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ছেলেকে দেখতে ইতিমধ‍্যেই হাসপাতালে ঘুরে এসেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সঙ্গে গিয়েছিলেন মেয়ে শ্বেতা বচ্চনও। সেই ছবি ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে।

দিন কয়েক আগেই হাতে গুরুতর চোট পান অভিষেক। হাতের আঙুলেও আঘাত লাগে তাঁর। রবিবার রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সম্প্রতি হাতে স্লিং ব‍্যান্ডেজ বাঁধা অভিষেকের একটি ছবি তুমুল ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এরপর পরই ২২ অগাস্ট রবিবার রাতে হাসপাতালে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অমিতাভ ও শ্বেতা।


ঘটনা প্রকাশ‍্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিষেকের অনুরাগীরা। তবে এখনো পর্যন্ত তাঁর অসুস্থতার ব‍্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি বচ্চন পরিবারের তরফে। উল্লেখ‍্য, এর আগেও বা হাঁতের আঙুলে ফ্র‍্যাকচার হয়েছিল অভিষেকের।অভিনেতার দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন ভক্তরা।

এদিন হাসপাতালে অভিষেককে দেখতে অমিতাভ ও শ্বেতা পৌঁছালেও কোথাও দেখা মেলেনি স্ত্রীয়ঐশ্বর্য রাই বচ্চন এবং একমাতৃর মেয়ে আরাধ‍্যার। কারণ ছবির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন বিশ্বসুন্দরী। পরিচালক মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভন’ ছবিতে দেখা যাবে তাঁকে। তার জন‍্য মধ‍্যপ্রদেশে শুটিং করছেন ঐশ্বর্য।

https://www.instagram.com/p/CS4QV__KN2o/?utm_medium=copy_link

অপরদিকে শেষবার জুনিয়র বচ্চনকে দেখা গিয়েছিল ‘দ‍্য বিগ বুল’ ছবিতে। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। আগামীতে তাঁর বব বিশ্বাস ও দশভি ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিষেক সুস্থ হয়ে উঠলেই একটি সিরিজের শুটিং শুরু হবে।

সম্পর্কিত খবর

X