ঐশ্বর্যকে কখনো মেনেই নেননি পুত্রবধূ রূপে! বিশেষ শর্ত জারি করে রেখেছেন জয়া, ফাঁস করলেন অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কতগুলো বাসন এক জায়গায় হলে ঠোকাঠুকি লাগে। সেখানে মানুষজন তো একটু খিটিমিটি লাগবেই। অনেক সময়ই যৌথ পরিবারে থাকতে গিয়ে বিবাদ, সমস্যার সূত্রপাত হয়। তবে বলিউডের বচ্চন পরিবারেও যে রয়েছে এমন সমস্যা তা ভাবতে পারেননি অনেকেই। মূলত অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের গুঞ্জন নিয়েই এখন বলিউড তোলপাড়।

মা জয়াকে নিয়ে মুখ খোলেন অভিষেক (Abhishek Bachchan)

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে প্রায়ই নানান ভিডিও ভাইরাল হচ্ছে বচ্চন পরিবারকে কেন্দ্র করে। ঐশ্বর্য এবং অভিষেক (Abhishek Bachchan) এখন চর্চার একেবারে কেন্দ্রে। বচ্চন পরিবারের সদস্যরা, বিশেষ করে শাশুড়ি জয়া বচ্চন আদৌ ঐশ্বর্যকে পছন্দ করতেন কিনা তা নিয়েও চলছে জলঘোলা। তবে একবার অভিষেক (Abhishek Bachchan) জানিয়েছিলেন, তাঁর মা জয়া বচ্চন নাকি একটি বিশেষ নিয়ম করে রেখেছেন পরিবারে, যা সকলকে মানতেই হয়।

আরো পড়ুন : কেউ ৯ কোটি, কেউ মোটে ১ টাকা! বায়োপিকের জন্য নামী ব্যক্তিত্বরা কত টাকা পেয়েছিলেন, জানেন?

পরিবারে রয়েছে বিশেষ নিয়ম

কী সেই নিয়ম? একবার অভিষেক (Abhishek Bachchan) জানিয়েছিলেন, জয়া একটি বিশেষ নিয়ম বেঁধে দিয়েছেন পরিবারের সকলের জন্য। শহরে থাকলে দিনের বেলায় খাবার টুকু অন্তত সকলকে একসঙ্গে খেতেই হবে। এই নিয়মেই চলেন জয়া এবং পরিবারের সবার জন্যই রয়েছে এই নিয়ম।

আরো পড়ুন : ‘এটাই সাফল্যের চাবিকাঠি নাকি?’ সৌমিতৃষার ‘অশালীন’ ছবিতে কুৎসিত কটাক্ষ! ছিছিক্কার নেটিজেনদের

ঐশ্বর্যর সঙ্গে কেমন সম্পর্ক বচ্চন পরিবারের

বর্তমানে বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে, ঐশ্বর্যকে পুত্রবধূ হিসেবে নাকি যথেষ্ট সম্মানই দেননি বচ্চন পরিবার। গুঞ্জন শোনা যায়, শাশুড়ি জয়া এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি মোটেই ভালো সম্পর্ক নেই ঐশ্বর্যর।

Abhishek Bachchan

শোনা যায়, বচ্চন পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য। প্রভাব পড়েছে তাঁদের দাম্পত্যে। এর জন্য অনেকে জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দাকেও দায়ী করেন। তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত একটা শব্দও খরচ করতে শোনা যায়নি ঐশ্বর্যকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X