মেয়ের জন‍্যই চোখে জল, সেই প্রথম বার বাবা অমিতাভকে কাঁদতে দেখেছিলেন অভিষেক বচ্চন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার, ১১ অক্টোবর দিনটা ছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নামে। ৮০ তে পা দিয়েছেন বিগ বি। গোটা বলিউড তো বটেই, দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল শুভেচ্ছা বার্তা। পাশাপাশি অমিতাভ সঞ্চালিত ‘কউন বনেগা ক্রোড়পতি’ শোতেও এক বিশেষ সারপ্রাইজের ব‍্যবস্থা করা হয়েছিল।

বেশ কিছুদিন ধরেই একটি প্রোমো ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। সেখানেই দেখা গিয়েছিল, কেবিসিতে অমিতাভের জন্মদিন স্পেশ‍্যাল পর্বে তাঁকে সারপ্রাইজ দেন ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং স্ত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। অভিষেককে এর আগে হটসিটে বসে খেলতে দেখা গিয়েছে বিগ বির সঙ্গে। ভিডিও কলে যোগ দিয়েছিলেন জয়াও। এবার স্বামীর সামনাসামনি বসে খেললেন তিনি।


বলা বাহুল‍্য, এদিনের পর্ব ছিল শুধুই অমিতাভকে নিয়ে। মা ও ছেলে মিলে অভিনেতার সম্পর্কে একাধিক অজানা তথ‍্য শেয়ার করেন এদিন। অভিষেক জানান, বাবাকে একবারই তিনি কাঁদতে দেখেছেন এখনো পর্যন্ত। আর তার সঙ্গে বড় মেয়ে অর্থাৎ শ্বেতা বচ্চন নন্দার প্রসঙ্গ জড়িয়ে রয়েছে।

অভিষেক জানান, তাঁর দিদি শ্বেতার বিয়ের পর কনে বিদায় রীতির সময় প্রথম তিনি অমিতাভকে কাঁদতে দেখেছিলেন। সন্তানরা বাবা মায়ের চোখের মণি হয়। কিন্তু মেয়েদের সঙ্গে বাবার হৃদয়ের আলাদাই একটা টান থাকে। ছোট্ট মেয়েটা কবে যে বড় হয়ে অন‍্যের বাড়িতে যাওয়ার জন‍্য তৈরি হয়ে যায় তা বুঝতেও পারে না বাবা মা। মেয়েকে বিদায় দিতে হবে ভেবেই বুক কেঁপে ওঠে তাদের। অমিতাভও ব‍্যতিক্রম নন। তাই শ্বেতার শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় তিনিও চোখের জল ধরে রাখতে পারেননি।

https://www.instagram.com/reel/Cjj1x-tjAG3/?igshid=YmMyMTA2M2Y=

এই পর্বে পরিবারের সদস‍্যদের থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছেন অমিতাভ। মিষ্টি বার্তা পাঠিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ‍্যা বচ্চন, নভ‍্যা নভেলি নন্দা, অগ‍্যস্ত নন্দারা। এমনকি শাশুড়ি মায়ের কাছ থেকেও বার্তা পেয়েছেন বিগ বি। জয়ার মাকে বলতে শোনা যায়, “তোমাকে খুব দেখতে ইচ্ছা করে। একদিন চলে এসো।” স্ত্রীর হাতে মিষ্টিমুখ করে, কেক কেটে জমজমাট ভাবে এদিন শোতে জন্মদিন পালন করেন অমিতাভ বচ্চন।

সম্পর্কিত খবর

X