নিজের স্ত্রীকে ঐশ্বর্যর সঙ্গে তুলনা! সারেগামাপা প্রতিযোগীর স্বামীর কথায় হতভম্ব অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আসন্ন ছবি ‘বব বিশ্বাস’ নিয়ে চরম ব‍্যস্ত অভিষেক বচ্চন (abhishek bachchan)। শাশ্বত চট্টোপাধ‍্যায় অভিনীত একটি ছোট্ট চরিত্রকে বড় করে তোলার প্রথম পদক্ষেপে তিনিই ভাগ‍্যপরীক্ষা করতে চলেছেন। আপাতত চলছে সেই ছবিরই প্রোমোশন। সম্প্রতি জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই ঘটল এক মজার ঘটনা।

অভিষে অভিনীত ‘দিল্লি ৬’ ছবির ‘মসকলি’ গানটি গেয়ে শোনান শোয়ের এক প্রতিযোগী সঞ্জনা। তারপরেই একটি পুরনো ভিডিও ক্লিপ দেখানো হয় অভিনেতাকে। সেখানে সঞ্জনার স্বামীকে বলতে শোনা যায়, তাঁর স্ত্রী ঐশ্বর্য রাইয়ের মতো সুন্দরী। ভিডিও দেখেই চমকে প্রতিযোগীর স্বামীর দিকে তাকান অভিষেক। তারপরেই বাঁকা চোখে তাকান তিনি।


তবে তাঁর পরের কথাতেই বোঝা যায়, পুরোটাই আসলে মজা ছিল। তিনি বলে ওঠেন, “সত‍্য বচন। একদম ঠিক বলেছেন আপনি। আজও তেমনি দেখাচ্ছে। ঠিক কী না?” অভিষেকের সমর্থন পেয়েই সঞ্জনার স্বামী বলেন, “সবাই জানে, গোটা দুনিয়া জানে যে, ঐশ্বর্য রাই ম‍্যাম গোটা ভারতের, পুরো বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। আমার জন‍্য সঞ্জনা তেমনি সুন্দর।” তাঁর কথা শুনে উঠে দাঁড়িয়ে হাততালি দেন অভিষেক। তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

বব বিশ্বাস এর প্রচার করতে সা রে গা মা পা তে এসেছিলেন অভিষেক ও চিত্রাঙ্গদা সিং। এদিন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে উৎসর্গ করেই ছিল বিশেষ এপিসোড। প্রতিযোগীরা প্রত‍্যেকেই দুই বচ্চনের ছবির গান গেয়ে শোনান।

https://www.instagram.com/p/CWxPARFqJAX/?utm_medium=copy_link

নতুন ‘বব বিশ্বাস’ ছবির গল্প বলছে, স্মৃতিশক্তি হারিয়েছে বব। স্ত্রী, দুই ছেলে মেয়ে কাউকেই চিনতে পারছে না। এমনকি তার পেশা যে মানুষ খুন করা তাও বেমালুম ভুলে গিয়েছে। কিন্তু ববকে মনে করানোর দায়িত্ব নেয় তারা যাদের হয়ে এক সময় খুন করার কাজ করেছে সে। ফের অপরাধ জগতে ফেরে বব বিশ্বাস।

অভিষেকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। রয়েছেন পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়, রজতাভ দত্তও। দিতিপ্রিয়াও ছবিতে থাকলেও ট্রেলারে দেখা যায়নি তাঁকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ‌। আগামী ৩ রা ডিসেম্বর জি ফাইভ এ মুক্তি পাবে বব বিশ্বাস।

সম্পর্কিত খবর

X