কাজের অভাব? রাজপ্রাসাদের মতো বাড়ি নামমাত্র দামে বিক্রি করে দিলেন অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনামে ফের অভিষেক বচ্চন (abhishek bachchan)। না, এবার আর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জনের জন‍্য নয়। কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন‍্য রাতারাতি খবরে উঠে এসেছেন জুনিয়র বচ্চন। বলিউডের অন‍্য তারকারা যেখানে সম্পত্তি কিনছেন সেখানে নামমাত্র দামে বিলাসবহুল সম্পত্তি বেচে দিলে সন্দেহ তো জাগবেই।

পশ্চিম মুম্বইয়ের ওরলিতে বিশাল ওবেরয় বহুতল। ৩৮ তলায় অভিষেকের ৭৫২৭ স্কোয়‍্যার ফিটের চোখ ধাঁধানো অ্যাপার্টমেন্ট। আক্ষরিক অর্থেই রাজপ্রাসাদ যেন এই ফ্ল‍্যাট। জানা যাচ্ছে ২০১৪ সালে ৪১.১৪ কোটি টাকায় এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অভিষেক। বহুমূল‍্য আসবাব জিনিস পত্র দিয়ে সাজানো বিলাসবহুল ফ্ল‍্যাটটি।


সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এই ফ্ল‍্যাটটিই মাত্র ৪৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন জুনিয়র বি। এই কমপ্লেক্সের নির্মাণকাজ দেখতে মাঝে মধ‍্যেই ঢুঁ মারেন শাহিদ পত্নি মীরা রাজপুত। সম্প্রতি খার এলাকায় ফ্ল‍্যাট কিনেছেন রানি মুখার্জি এবং দিশা পাটানিও। সেখানে অভিষেকের এমন উলট পুরাণে প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।

বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে ছেলের তুলনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। অভিষেকের অভিনয় দক্ষতা নিয়েও নানা মুনির নানা মত। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দ‍্য বিগ বুল’ ছবিতে। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। আগামীতে তাঁর বব বিশ্বাস ও দশভি ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


উল্লেখ‍্য, বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল জলসা ও প্রতীক্ষার পর আবারো একটি বাড়ি কিনেছেন অমিতাভ। ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলার দুটি বিলাসবহুল ফ্ল‍্যাট নিয়েছেন অমিতাভ ও জয়া বচ্চন‍। পাঁচ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের এই ফ্ল‍্যাটদুটির জন‍্য ৩১ কোটি টাকা খরচ করেছেন বিগ বি। আরো খবর, ওই আবাসনেই ফ্ল‍্যাট কিনেছেন সানি লিওন ও পরিচালক আনন্দ লাই রাই। বাবা যখন সম্পত্তি কিনছেন তখন ছেলে বিক্রি করে দিচ্ছে কেন? তবে কি কাজের অভাব পড়েছে অভিষেকের? প্রশ্ন নেটনাগরিকদের।

X