অমিতাভের পর করোনা আক্রান্ত জুনিয়র বচ্চন অভিষেকও!

বাংলাহান্ট ডেস্ক: প্রথমে অমিতাভ বচ্চন (amitabh bachchan), এবার করোনা (corona) পজিটিভ (positive) হলেন ছেলে অভিষেক বচ্চনও (abhishek bachchan)। বিগ বির মতো তিনিও সোশ‍্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই খবর। সেই সঙ্গে সকলকে অনুরোধ করেছেন চিন্তিত না হতে।
নিজের টুইটার হ‍্যান্ডেলে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে অভিষেক লেখেন, ‘আমি ও বাবা দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। হালকা উপসর্গ দেখা দিয়েছে আমাদের। হাসপাতালে ভর্তি রয়েছি। আমরা কর্তৃপক্ষকে যাবতীয় তথ‍্য জানিয়েছি। পরিবারের সদস‍্যরা এবং কর্মচারীদেরও করোনা পরীক্ষা হয়েছে। সকলকে অনুরোধ আপনারা চিন্তিত হবেন না। ধন‍্যবাদ।’
মাত্র কিছুক্ষণ আগেই জানা গিয়েছে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন আক্রান্ত হয়েছেন করোনায়। তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বাড়ির বাকি সদস‍্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর।

https://twitter.com/juniorbachchan/status/1282018653215395840?s=19

সোশ‍্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আজ সন্ধ‍্যায় আমি করোনা পজিটিভ জানতে পেরেছি। এখন হাসপাতালে ভর্তি আছি। হাসপাতালের তরফে কর্তৃপক্ষদের খবর দেওয়া হচ্ছে। পরিবারের সদস‍্য ও কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের অপেক্ষা চলছে। আমি অনুরোধ করছি গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’

amitabh bachchan
স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ‍্যে আসতে তোলপাড় শুরু হয়েছে বলিউডে তথা নেটদুনিয়ায়। বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ‍্য সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন ভক্তরা। তাঁর স্বাস্থ‍্যের উন্নতি কামনা করে ঢল নেমেছে শুভানুধ‍্যায়ীর। তবে অভিষেক ছাড়া অমিতাভের পরিবারের সদস‍্যদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর