বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তৈরি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) বায়োপিক। দীর্ঘ প্রতীক্ষার শেষে এই সুখবরে খুশি দাদার অনুরাগীরা সহ সিনেপ্রেমীরাও। এখন যে জিজ্ঞাস্য নিয়ে সবথেকে বেশি কৌতূহল তা হল সৌরভের চরিত্রে অভিনয় করছেন কে? বাইশ গজে মহারাজের ক্রিকেটীয় দক্ষতা পর্দায় ফুটিয়ে তুলবেন কে?
এতদিনে বলিউড ও টলিউডের বেশ কয়েকটি নাম প্রকাশ্যে এসেছে সম্ভাব্য চরিত্রাভিনেতা হিসেবে। তালিকায় ছিলেন রণবীর কাপুর, হৃতিক রোশন থেকে পরমব্রত চট্টোপাধ্যায়ও। কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কারণ বশত বাদ হয়ে গিয়েছেন। এবার সামনে এল আরো এক অভিনেতার নাম।
তিনি অভিষেক বচ্চন (abhishek bachchan)। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরিচালক আর বাল্কি তাঁর আগামী ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছেন সম্প্রতি। ছবির মূল কাহিনি একজন বাঁ হাতি ব্যাটসম্যানকে নিয়ে। সেই চরিত্রে অভিনয় করছেন জুনিয়র বচ্চন। সেই থেকেই নেটপাড়ায় গুঞ্জন শুরু। সৌরভও বাঁ হাতে ব্যাট করেন। উপরন্তু অভিনেতার পাশাপাশি এখনো বায়োপিকের পরিচালকের নামও প্রকাশ্যে আনা হয়নি। তাই নেটিজেনদের একাংশের বক্তব্য, সম্ভবত সৌরভেরই বায়োপিকের পরিচালনা করছেন আর বাল্কি এবং দাদার চরিত্রে অভিনয় করছেন অভিষেক।
সৌরভের বায়োপিকে সম্ভাব্য অভিনেতার দৌড়ে সবার আগে ছিলেন রণবীর কাপুর। সৌরভের নিজেরও ব্যক্তিগত পছন্দ ছিলেন রণবীর। কিন্তু শোনা গিয়েছে তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন ছবির প্রস্তাব। সৌরভের বায়োপিকে অভিনয় করতে নাকি একদমই আগ্রহী নন রণবীর। ছবির জন্য ‘হ্যাঁ’ না বলার একটি কারণ দর্শিয়েছেন রণবীর। তাঁর বক্তব্য, তিনি ক্রিকেটের থেকে ফুটবলে বেশি আগ্রহী। নিজে খেলেনও। কিন্তু সৌরভের বায়োপিকে অভিনয় করলে গোটা ছবি জুড়েই শুধু ক্রিকেট। তাই পিছিয়ে এসেছেন রণবীর।
টলিউডে ক্রিকেটের মহারাজের চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু খবর মিলেছে তাঁকে নাকি বাতিল করে দিয়েছেন প্রযোজকরা। কারণ সৌরভের বায়োপিকের জন্য একজন সর্বভারতীয় মুখের সন্ধানে রয়েছেন তাঁরা। এর মধ্যে আরো একটি সম্ভাবনা নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে, তা হল নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে পারেন সৌরভ।
‘দাদাগিরি’ বিসিসিআই সভাপতির দুরন্ত সঞ্চালনার ভক্ত সকলেই। একের পর বিজ্ঞাপনেও দারুন অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে ক্যামেরার সামনে অনেকটাই ধাতস্থ হয়ে গিয়েছেন সৌরভ। তাই দাদার বায়োপিকে শেষমেষ দাদাকেই হয়তো দেখা যেতে পারে। এমনটা ইচ্ছাও প্রকাশ করেছেন অনেকে।