বড় তারকার জন‍্য জায়গা ছেড়ে পেছনে বসতে বলা হয়েছিল, চরম অপমানজনক ঘটনা ভাগ করলেন অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেপোটিজম বিতর্কে কম ঝামেলা সহ‍্য করতে হয়নি বলিউডকে (bollywood)। তথাকথিত বহিরাগতদের বাদ দিয়ে তারকা সন্তানদের বেছে বেছে কাজ দেওয়ার জন‍্য নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন পরিচালক প্রযোজকরা। কিন্তু এই ইন্ডাস্ট্রিতেই এমন মানুষও আছেন যারা কিনা সুপারস্টারের সন্তান হয়েও কাজ পাচ্ছেন না। তালিকায় অবধারিত ভাবে নাম আসবে অভিষেক বচ্চনের (abhishek bachchan)।

বাবা অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রির অন‍্যতম শক্ত খুঁটি। অথচ তাঁরই ছেলে হয়ে রীতিমতো খেটে কাজ পেতে হয়েছে অভিষেককে। এমনকি এখনো পর্যন্ত প্রতিনিয়ত নিজের যোগ‍্যতার প্রমাণ দিতে হয় তাঁকে। অভিনয় দক্ষতা নিয়ে ট্রোল হন অভিষেক। এমনকি এও বলা হয়, অমিতাভের জন‍্যই আজ ইন্ডাস্ট্রিতে জায়গা পেয়েছেন তিনি।


বহুবার অপমানিত হয়েছেন অভিষেক। বহুবার তাঁকে প্রথমে কথা দিয়েও শেষ মুহূর্তে বাদ দিয়ে দেওয়া হয়েছে ছবি থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, এমনো হয়েছে যে তাঁকে কিছু না জানিয়েই বাদ দিয়ে দেওয়া হয়েছে। সময় মতো শুটিং সেটে পৌঁছে অভিষেক দেখেছেন তাঁর বদলে অন‍্য কেউ সেখানে শুটিং করছে। চুপচাপ ফিরে এসেছেন তিনি। ছবিতে তাঁকে বাদ দিয়ে তাঁর ফোন ধরা হত না। তবে অভিষেকের কথায়, এগুলো হয়েই থাকে। অমিতাভকেও বাদ দেওয়া হয়েছে ছবি থেকে।

এই সাক্ষাৎকারেই এক চরম অপমানজনক ঘটনার কথা ভাগ করে নেন অভিষেক। অভিনেতা জানান, একবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। একেবারে সামনের সারিতে বসতে দেওয়া হয়েছিল তাঁকে। এমন সম্মান পেয়ে তিনি তো খুব খুশি। কিন্তু একজন বড় তারকা আসতেই আয়োজকরা অভিষেককে সেখান থেকে উঠে পেছনে বসতে বলেন।


তাদের কথা শুনেওছিলেন তিনি। কারণ অভিষেকের মতে, পুরোটাই শোবিজের খেলা। ব‍্যক্তিগত স্তরে নেওয়া যায় না এগুলো। কিন্তু নিজের কাছে প্রতিজ্ঞা করতে হয় যে এতটাই খেটে আরো ভাল কাজ করতে হবে যাতে ওই মানুষগুলো আর জায়গা খালি করার কথা বলার সাহসও না পায়।

X