বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর ব্যাংকক যেতে চেয়ে সম্প্রতি আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই আবেদনের উপর কোনও ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো না। হাই কোর্টের নিয়মিত (রেগুলার) বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে সেই মামলাটি।
মেনকা গম্ভীর উচ্চ আদালতে দাবি করেছিলেন, তার মা শারীরিকভাবে অসুস্থ। তার পরিবারের সদস্যরা ব্যাংককে রয়েছেন। তাই ব্যাংককে যাওয়া তার প্রয়োজনীয় বলে জানিয়েছিলেন তিনি। ইডি প্রথমে মেনকার এই দাবী মানেনি। এরপর মেনকা ইডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। মেনকার তরফ থেকে আবেদন করা হয় হাইকোর্টে যাতে এই মামলাটির যাতে দ্রুত বিচার হয়।
এরপর বৃহস্পতিবার বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি মেনোকার বিদেশ যাত্রায় আপত্তি জানায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তে মেনোকার মামলাটি শোনেননি। তিনি এই মামলাটি স্থানান্তরিত করেন উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ থেকে নিয়মিত (রেগুলার) বেঞ্চে।
উল্লেখ্য, গত ১০ ই সেপ্টেম্বর মেনকা গম্ভীরকে দমদম বিমানবন্দরে আটকায় অভিবাসন দপ্তর। অভিবাসন দপ্তরের অভিযোগ ছিল, মেনকা গম্ভীর এর বিরুদ্ধে ইডির লুকআউট নোটিশ জারি আছে। মেনকা ইডির নির্দেশ অমান্য করে ব্যাংকক যাচ্ছিলেন। তাই তাকে বিমানবন্দর থেকে আটকানো হয়েছে। এই ঘটনার পর কলকাতা বিমানবন্দর ও ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন মেনকা। আজ কলকাতা হাইকোর্ট মেনকার এই মামলাটি না শুনে রেগুলার বেঞ্চে স্থানান্তরিত করেছে।