বাংলাহান্ট ডেস্কঃ ‘হাতে পদ্মফুল আর মোদীর ছবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে তৃণমূলকে ভোট দিন’- ত্রিপুরা গিয়ে রাজ্যবাসীকে এমনই নিদান দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অনেক সমস্যার পাহাড় পেরিয়ে অবশেষে সোমবার আগরতলার পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে পেয়ে যান সভা করার অনুমতিও। আর সেই সভামঞ্চ থেকেই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে এমন ‘ট্রিক’ অ্যাপ্লাই করার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৯ শে নভেম্বর ত্রিপুরায় পুরভোট রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারণা এইদিনই সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারে বিজেপি। সেই কারণেই সন্ত্রাস এড়ানোর উপায় বাথলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হাতে পদ্মফুল আর মোদীর ছবি নিয়ে বাড়ি থেকে বের হবেন। তারপর ভোটকেন্দ্রে গিয়ে সোজা তৃণমূলে বোতাম টিপে দেবেন। মুখে বিজেপি জিন্দাবাদ বললেও, ভোটকেন্দ্রে তৃণমূলকে এভাবে ভোট দিন’।
বর্তমান সময়ে ত্রিপুরার মানুষকে তৃণমূল মন্ত্রে দীক্ষিত করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সায়নী ঘোষ। আর সেখানেই ‘খেলা হবে’ স্লোগান দেওয়ায় সায়নী ঘোষকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেঅভিষেক বলেন, ‘খেলা হবে শ্লোগান দেওয়ায় যদি সায়নীকে গ্রেফতার করা হয়, তাহলে কেন প্রধানমন্ত্রী, বিজেপির অন্য নেতাদের গ্রেফতার করা হয় নি? প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরাও তো বাংলায় এসে ‘খেলা হবে’ বলে গেছেন। তখন কেন কোন ব্যবস্থা নেওয়া হয়নি?’
ত্রিপুরার পুলিশ, প্রশাসনকেও কটাক্ষ করে অভিষেক বলেন, ‘বিজেপি হাসপাতালের দুয়ারে গুণ্ডা পাঠাচ্ছে, থানায় গিয়ে হামলা করছে। আর তাঁদের ভয়ে টেবিলের তলায় গিয়ে লুকাচ্ছে পুলিশ। দলদাস বানিয়ে রেখেছে তাঁদের’।