মমতা একা নন, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে এবার উপস্থিত থাকবেন অভিষেকও

বাংলা হান্ট ডেস্কঃ আর এক বছরও বাকি নেই লোকসভা ভোটের। তাঁর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে নিতে চাইছে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। অন্যদিকে, কম যায়না বিরোধী দলগুলোও। বর্তমানে তাদের লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। আর সেই লক্ষ্যেই সব বিরোধী দলগুলো একসঙ্গে লড়ার কথা চিন্তাভাবনা করছে।

যদিও, চিন্তাভাবনা করলেই যে সব এক হয়ে যাবে তাও নয়। উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটের আগে প্রায় সমস্ত বিরোধী দলগুলি এক ছাতার তলায় আসার জন্য উদ্যোগী হয়েছিল। আর সেই কারণে ব্রিগেডে একাধিক বিরোধী দলের নেতাদের নিয়ে সভাও করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, আখেরে লাভের লাভ কিছুই হয়নি। ভোটে বেশীরভাগ দলই একাই লড়েছিল।

এমনকি ভারতের সবথেকে বেশি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে বিরোধীদের মধ্যে বড়সড় ফাটল দেখা দিয়েছিল। অখিলেশের দল ও কংগ্রেসের মধ্যে জোট সম্ভব হয়নি। তবে, এবারের চিত্র কিছুটা ভিন্ন। এবার আরও আগে থেকে বিরোধীরা ঘুঁটি সাজাতে ব্যস্ত। কিছুদিন আগে বিহারের রাজধানী পাটনায় নিতিশ কুমারের আমন্ত্রণে কংগ্রেস, আরজেডি, জেডিইউ, বাম ও তৃণমূল কংগ্রেস সহ একাধিক দলের নেতাদের এক হতে দেখা গিয়েছিল। তবে, সেখানেও জোটের কোনও সমাধান সূত্র বের হয়নি।

সেখান থেকেই এই মহাজোটের পরবর্তী মিটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়। প্রথমে শোনা যাচ্ছিল যে, এই বৈঠক সিমলায় অনুষ্ঠিত হতে পারে। কিন্তু, বর্তমানে সেখানকার আবহাওয়া এবং বন্যার কারণে সেখান থেকে এই বৈঠক ব্যাঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। এবার এই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত হওয়ার আশা দেখা দিয়েছে।

20190513152L 696x392 1

জানা যাচ্ছে যে, এই মাসে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে হতে চলা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, অভিষেককে জাতীয় স্তরে তুলে ধরার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলে। এর আগে পটনার বৈঠকেও তাঁকে দেখা গিয়েছে। এবার ব্যাঙ্গালুরুতেও মমতার সঙ্গী হিসেবে তাঁর যাওয়া কথা রয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর