কয়লা কেলেঙ্কারি কাণ্ডে জাল গোটাচ্ছে ইডি, সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাল সমন

বাংলা হান্ট ডেস্কঃ ইডি ডায়মন্ড হারবারের সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওনার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। কয়লা কেলেঙ্কারে আর আর্থিক তছরুপ নিয়েও দুজনকে সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সেপ্টেম্বর আর রুজিরা বন্দ্যোপাধ্যায় ১ সেপ্টেম্বর পেশ হওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ব্যাংকের সঙ্গে যুক্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন যে, এই মামলার সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সিবিআই-র তরফ থেকে ২০২০ সালে দায়ের এফআইআরে কয়লা চুরির অভিযোগ উঠেছে। এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে মুখ্য অভিযুক্ত বানানো হয়েছে।

ইডি দাবি করেছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কয়লা চুরি কাণ্ডে সুবিধাভোগী। যদিও, অভিষেকবাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেছিলেন যে, বিজেপির বিরোধিতা করার জন্যই তাঁর উপর মামলা চাপানো হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর