‘ওকে অ্যারেস্ট করা দরকার’! অভিষেককে গ্রেফতারির দাবি, সংসদে দাঁড়িয়ে সুর চড়ালেন সৌমিত্র

বাংলা হান্ট ডেস্কঃ ভরা সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গ্রেফতারির দাবি তুললেন সৌমিত্র খাঁ। মাননীয় সাংসদ নিজের স্ত্রীকে বঞ্চিত করেছেন, কার্যত এই ভাষাতেই বিষ্ণুপুরের সাংসদকে খোঁচা দিয়েছিলেন তৃণমূল সেনাপতি। এবার পাল্টা দিলেন সৌমিত্র (Saumitra Khan)। সংসদে দাঁড়িয়েই নিশানা করলেন অভিষেক সহ তৃণমূল কংগ্রেসকে।

অভিষেকের (Abhishek Banerjee) গ্রেফতারির দাবি তুললেন সৌমিত্র (Saumitra Khan)

বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৫০০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। শুক্রবার সংসদে বক্তব্য রাখার সময় অভিষেককে নিশানা করেন তিনি। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও (Trinamool Congress) একহাত নেন।

   

ভরা সংসদে দাঁড়িয়ে সৌমিত্র এদিন বলেন, ‘অভিষেককে বলছি, আয়নার সামনে দাঁড়ান। দেখুন। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে জবাব দিতে হবে’। এখানেই না থেমে তিনি বলেন, কেন্দ্রের তরফ থেকে যে সকল ফান্ড পাঠানো হচ্ছে সেটার তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে, তার খোঁজ নেওয়ার কেউ নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ রক্তদান শিবির নিয়ে হাইকোর্টে মামলা! আদালতের এক নির্দেশে তোলপাড়!

এদিন রোহিঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতার ওপর হামলা, একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন সৌমিত্র। তাঁর দাবি, ৫০০০ থেকে ১০,০০০ রোহিঙ্গা বাংলায় প্রবেশ করেছেন। এটা শুধুমাত্র এই রাজ্যের জন্য নয়, সম্পূর্ণ দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে অভিষেককে (Abhishek Banerjee) নিশানা করে করা সৌমিত্রর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জোড়াফুল শিবিরের সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘হারতে হারতে কোনও ভাবে জিতেছেন। এখন তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? যিনি ৭ লক্ষ ২০ হাজার ভোটে জয়ী হয়েছেন! সৌমিত্র খাঁ সতর্ক থাকুন, নিজের দিকে তাকিয়ে দেখুন’।

Abhishek Banerjee Saumitra Khan

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হেভিওয়েট সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূল টিকিট দিয়েছিল তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। প্রাক্তন দম্পতির এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন বিজেপি নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর