প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব! মোদীকে চ্যালেঞ্জ, তোলপাড় ফেলে দিলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা বেজে গিয়েছে। জেলায় জেলায় গিয়ে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দিন কয়েক আগেই বিজেপিকে (BJP) সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। আবাস যোজনা এবং ১০০ দিনের প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি মুখোমুখি তর্কের বসার চ্যালেঞ্জ জানান তিনি। পদ্ম-শিবির সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেও তাঁদের কোনও প্রতিনিধিকে অভিষেকের নির্ধারিত স্থানে পাঠানো হয়নি। এবার সেই নিয়ে ফের সুর চড়ালেন তৃণমূল (TMC) নেতা।

এদিন দক্ষিণ দিনাজপুরের সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘আমার চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা কেন হচ্ছে না? বিজেপির তো অভিযোগ, তৃণমূল টাকা খেয়ে নিচ্ছে। আমার এতটুকু জিজ্ঞাস্য, ৩ বছর বাংলায় কত টাকা ছেড়েছেন? ১০ পয়সার হিসেব দিন। প্রমাণ করতে পারলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে’।

আরও পড়ুনঃ রাজীব কুমার অতীত! ভোটের আগে রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, কে এই ব্যক্তি?

এখানেই না থেমে ডায়মন্ড হারবারের সাংসদ আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘বিজেপির সেজ-মেজ যে কোনও নেতাকে খোলা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। বিজেপি ১০০ ঘণ্টা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, তাহলে কে ঠিক বলছে, কে ভুল? ২০ জনকে বোঝানোর দায়িত্ব দিলাম। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না’।

abhishek banerjee tmc rally

এখানেই না থেমে গঙ্গারামপুরের সভা থেকে দলের কর্মী-সমর্থকদের একটি ‘টাস্ক’ও দেন তৃণমূল ‘সেনাপতি’। অভিষেক বলেন, আপনারা ২০ জনের দায়িত্ব নিন। সেই ২০ জনকে গিয়ে বোঝান যে এনারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। তাঁদের গ্যারান্টি কি আপনারা নেবেন? এই বক্তব্যের মাধ্যমেই ‘মোদী কি গ্যারান্টি’ নিয়েও পদ্ম-শিবিরকে নিশানা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি তৃণমূল সরকার দুই দিনাজপুরে কী কী উন্নয়নমূলক কাজ করেছে তা নিয়ে এদিন কথা বলেন অভিষেক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর