তৃণমূল দরজা খুলে দিলে বিজেপি দলটাই শেষ হয়ে যাবে: অভিষেক ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে যেমন উপনির্বাচন রয়েছে, তেমনই সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই কারণে প্রচারে নেমে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রচারের মঞ্চ থেকেই দাবী করলেন অভিষেক, বিজেপি বিধায়করা সব তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে রয়েছেন। সঙ্গে কড়া ভাষায় হুঙ্কার দিয়ে তুলোধোনাও করলেন গেরুয়া শিবিরকে। এদিনের এই সভায় অভিষেকের সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি সায়নী সিংহ রায় এবং তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানও।

cb06e40506fa00c0c2799430ab96ecb2 original

বৃহস্পতিবারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইডি আর সিবিআই হল বিজেপির দুই ভাই। নোটিশ পাঠাচ্ছে বহিরাগত সংস্থার মধ্য দিয়ে’।

বিজেপি সরকারকে চোরের সরকার বলে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘ডবল ইঞ্জিন সরকাররের কথা মনে আছে। চোরদের দল ওটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিন সরকার এমন ধাক্কা দিয়েছে যে ওঁদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তৃণমূলই একমাত্র বিজেপিকে হারাতে পারবে। মুর্শিদাবাদে ২২-এর মধ্যে ২০ করতেই হবে আপনাদের’।

অভিষেক আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙা পা নিয়েই ২১৩ আসনে জিতেছেন। এবার ত্রিপুরাও জয় করবেন। এবার বাংলাই পথ দেখাবে ভারতকে। ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যেই আমরা সব প্রতিশ্রুতি পালন করেছি। বাংলা থেকে বহিরাগতদের বিদায় করে দিন। বিজেপি বিধায়করা এখন সব লাইন লাগিয়ে রয়েছেন, তৃণমূল গেট খুললেই বিজেপি একদম উঠে যাবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর