গরু চুরির জন্য BSF প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী, অনুব্রত গড় থেকে শাহকে নিশানা অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে জনসংযোগ গড়ে তুলতে নবজোয়ার কর্মসূচীর সূচনা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের আগে রাজ্যের প্রতিটি গ্রামে, পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার অঙ্গীকার করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতোই গতকাল অনুব্রত গড় বীরভূমে (Birbhum) পৌঁছে যান তিনি। আর বীরভূমে গিয়েই অভিষেকের মুখে উঠে এল কেষ্ট-সুকন্যা প্রসঙ্গ।

গরু পাচার মামলায় গত বছর গ্রেফতার হয়েছেন অনুব্রত (Anubrata Mondal)। তার পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এতদিন সেই নিয়ে সেভাবে কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিষেক। তবে এবার বীরভূমে গিয়ে সরাসরি অনুব্রত-সুকন্যার ‘পাশে’ দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঠিক কী বললেন তিনি? বীরভূমের মুরারইতে দাঁড়িয়ে অভিষেক বলেন, “আমি কাউকে ডিফেন্ড করতে চাইছি না, কিন্তু ইডি বলছে গরু চুরির জন্য বিএসএফ (BSF) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী।” এরপরেই প্রশ্ন তুলে তিনি বলেন, সম্পত্তি ১৫০ গুণ বৃদ্ধি পাওয়ার জন্য সুকন্যা গ্রেফতার হলে ৮০ হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলেকে কেন গ্রেফতার করা হচ্ছে না!

এখানেই শেষ নয়, এরপর অভিষেক আরও বলেন, “গরু চুরির টাকা অমিত শাহ না তার ছেলের কাছে গিয়েছে? একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি। আগামী দিনে এর ব্যতিক্রম হবে না। ” তার সংযোজন, “বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছেন, বিএসএফ কার অধীনে? বিএসএফ স্বরাষ্ট্র দফতরের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কী? অমিত শাহ। বিএসএফ মদত দিয়ে গরু পাচার করে সেটা অমিত শাহের কাছে যায় না তার ছেলের কাছে?” এদিনের সভার প্রথম থেকেই তার নিশানায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রী।

abhishek 2
অন্যদিকে, অভিষেকের মন্তব্যের পর তার প্রতিক্রিয়া এসেছে বিজেপির তরফ থেকেও। এই বিষয়ে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এ ধরনের হাস্যকর অভিযোগ করে আমার মনে হয় উনি নিজেই নিজেকে হাস্যকর বানিয়ে ফেলছেন।” নেতার সংযোজন, “উনি নতুন কিছু বলুন। মানুষ নতুন কিছু শুনতে চায়। কেন্দ্রীয় সরকার একবারও বলেনি, কোনও কোনও জায়গায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বিচ্যুতি নেই। এই মুহূর্তে বিএসএফের একজন উচ্চপদস্থ আধিকারিক জেলবন্দি। কিন্তু, এক-দুজনের বিচ্যুতির জন্য যদি তৃণমূল ভাবে ওদের গায়ে লাগা সমস্ত কালি ওরা তুলে ফেলবে, মুছে ফেলবে তা সম্ভব নয়।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর