বাংলা হান্ট ডেস্কঃ দলের অন্দরে থাকা বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে গতকাল কড়া ডোজ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক থেকে অভিষেক জানিয়েছেন তৃণমূলে ‘বিশ্বাসঘাতক’ কারা তা তিনি ‘ভালোই জানেন’। তাই দলে থেকেও যারা দল বিরোধী কাজ করছেন তাঁদের সম্পর্কে ভালো মতই খোঁজখবর রয়েছে তাঁর কাছে।
মুকুল রায়কে ‘বিশ্বাসঘাতক’ বললেন অভিষেক (Abhishek Banerjee), চুপচাপ শুনলেন ছেলে শুভ্রাংশু
বৃহস্পতিবার তৃণমূলের সমাবেশ থেকে অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, ‘দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মুকুল-শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম। একই সাথে সংবাদ মাধ্যমের একাংশকে নিশানা করে তিনি বলেছেন, ‘অনেকেই সংবাদমাধ্যমের প্রচারে থাকার জন্য দলকে ছোট করছেন। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।’
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের বাইরে। একসময়ের দাপুটে তৃণমূল নেতা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলের অন্যতম প্রধান মুখ। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি নিজের মতোই চালিয়ে যাচ্ছেন হিন্দু-হিন্দুত্বের রাজনীতি। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে পাকাপোক্ত ঘাঁটি তৈরি করতে পারলেও, মুকুল এখন কোন পক্ষে? ২০১৭ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। অথচ একসময় পশ্চিমবঙ্গের তৃণমূলের উত্থানের পেছনে একটা বিরাট ভূমিকা ছিল তাঁর। বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ বলা হত তাঁকে। অথচ মুখ্যমন্ত্রীর সেই ‘প্রিয়’ মুকুল একসময় হয়ে ওঠেন তৃণমূলের কাছে ‘বিশ্বাসঘাতক’।
আরও পড়ুন: ‘দলই শেষ কথা’! আলাদা নেতার নামে পোস্ট? খুঁটিয়ে ফেসবুক দেখেন মমতা
পরবর্তীকালে একুশের নির্বাচনের মুখ থুবড়ে পড়ার পর বিজেপি ছেড়ে আবার তৃণমূলের ফিরে আসেন মুকুল রায়। সেই সময় মুকুল পুত্র শুভ্রাংশকে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে যাতায়াত করতে। তবে মুকুল রায় এখন রাজনীতির বাইরে। বয়সের ভারে তাঁর শরীরের অবস্থা আর আগের মতো নেই। রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। হারিয়ে ফেলেছেন নিজের বোধবুদ্ধি। তাই এখন বিজেপি-তৃণমূল এসব তাঁর চিন্তার বাইরে। কিন্তু অভিষেকের (Abhishek Banerjee) কাছে আজও তিনি ‘বিশ্বাসঘাতক’ হয়েই থেকে গিয়েছেন।
গতকাল তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকে আরও একবার সেকথা মনে করিয়েছেন অভিষেক। ভরা মঞ্চ থেকে জোর গলায় অভিষেক যখন এদিন এমন বার্তা দিচ্ছেন, সেই সময় মূল মঞ্চের অদূরেই দাঁড়িয়ে ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। প্রকাশ্য সভায় ছেলের সামনেই বাবার চরম অপমান। বিষয়টি নজর এড়ায়নি রাজ্যের বিরোধী শিবিরের। তা নিয়েই এবার ফেসবুক পোস্টে খোঁচা দিলেন বিজেপির কৌস্তভ বাগচী। নিজের ফেসবুক প্রোফাইল থেকে শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে নিয়ে তিনি লিখেছেন, ‘বেটা হো তো অয়সা! নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায়! তুললেন হাসি মুখে ছবি!’