বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক মাসের ব্যবধানে গোটা বাংলা জুড়ে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। লোকসভা ভোটের পূর্বে প্রতিটি দলই নিজেদের ক্ষমতা যাচাইয়ে তৎপর। এই পরিস্থিতিতে বর্তমানে নিজেদের ক্ষমতা পুনরায় একবার কায়েম রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই স্বার্থে এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ‘গড়’ বীরভূম (Birbhum) জেলার সকল তৃণমূল বিধায়কদের ডেকে পাঠালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২৬ শে নভেম্বর অভিষেকের অফিসে সকল বিধায়কদের হাজির থাকতে বলা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যু এবং অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে একদিকে যখন শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলগুলি, আবার অপরদিকে জনসংযোগ গড়ে তুলতে তৎপর ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর ‘গড়’ বীরভূম জেলায় ভালো ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই এবার বীরভূমের সকল বিধায়ক ছাড়াও জেলার সাংসদ এবং ছাত্র, মহিলা, যুব ও সংগঠনের সভাপতিদের ডেকে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ শে নভেম্বর সকলের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল নেতা।পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বীরভূমের সকল নেতাদের হঠাৎ কেন তলব করলেন অভিষেক, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এই প্রসঙ্গে এদিন বীরভূম জেলার তৃণমূল সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “বিধায়ক, জেলার দুই সাংসদ এবং সংগঠনের নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।” বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত ভোটের পূর্বে বীরভূমের সাংগঠনিক শক্তি কি পরিস্থিতিতে দাঁড়িয়ে, তা অবগত হতে চান অভিষেক এবং তৃণমূল নেতৃত্ব।
এক্ষেত্রে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে বেশ চিন্তায় রয়েছে দল। পাশাপাশি সম্প্রতি সমন্বয় কমিটি এবং শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে তৃণমূল নেতৃত্ব। এক্ষেত্রে দুই কমিটির নেতৃত্বে রয়েছেন যথাক্রমে বিকাশ রায়চৌধুরী এবং অভিজিৎ সিনহা। তাদেরকে তলব করে সংগঠনের বিষয়ে জেনে নেওয়াই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মূল উদ্দেশ্য হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেও বর্তমানে পঞ্চায়েত ভোটের দিকে নজর রেখে চলেছেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন পূর্বেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দলের ভিতরে কোনরকম গ্রুপ বাজি চলবে না। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পঞ্চায়েত ভোট আসন্ন। সবাই একসাথে কাজ করো। আমি চিরকাল জেলের ভিতর থাকবো না, সব খবর রাখছি।” আর এর মাঝে বীরভূম জেলার বিধায়ক, সাংসদ এবং সংগঠনের নেতাদের তলব মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেটাই দেখার।