বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে কথা মত দীর্ঘ অস্ত্রোপচার শেষে কলকাতায় (Kolkata) ফিরে এলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সকালেই দমদম (Dumdum) বিমানবন্দরে অভিষেককে স্বাগত জানাতে উপস্থিত হয় অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করার পাশাপাশি সৌজন্য বিনিময় করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি চোখের অপারেশন করানোর জন্য আমেরিকায় রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবার ১২ ই অক্টোবর অস্ত্রোপচার হয় তাঁর। সেই সংক্রান্ত একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পরবর্তীতে স্থিতিশীল থাকার পাশাপাশি কালীপুজোর দিন অভিষেক কলকাতায় ফিরে আসবেন বলে খবর সামনে আসতে থাকে। সেই কথা মত অবশেষে এ দিন সকাল হতেই দমাদম বিমানবন্দরে পা রাখলেন অভিষেক। দীর্ঘ ২৫ দিন পর কলকাতায় ফিরে এলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তৃণমূল নেতার গাড়ির এবং পরবর্তীতে সেই দুর্ঘটনাতেই চোখের নিচে থাকা একটি হাড় ভেঙে যায় অভিষেকের। পরবর্তী ক্ষেত্রে কলকাতার পাশাপাশি সিঙ্গাপুর এবং হায়দ্রাবাদে চিকিৎসা করালেও মেলেনি কোনরকম সমাধান! এরপরেই আমেরিকায় অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন অভিষেক। অবশেষে গত ১২ ই অক্টোবর অপারেশন হয় তাঁর।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিষেকের একটি ছবিও পোস্ট করেন। যদিও এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দিকে কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি। এক্ষেত্রে দিলীপ ঘোষ থেকে শুরু করে তথাগত রায়রা অভিষেককে কটাক্ষ করে বলেন, “কলকাতায় ভালো চিকিৎসা হয় না। সেই কারণেই এখানে স্বাস্থ্যসাথী দেওয়ার কথা ঘোষণা করলেও তৃণমূল নেতাদের বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয়। এর পিছনে কত খরচ হয়েছে, তার আরটিআই করা উচিত।”
যদিও অপরদিকে বিরোধীদের কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল শিবির। একইসঙ্গে অভিষেকের সুস্থতার জন্য মন্দিরে পুজো দিতেও দেখা যায় তৃণমূল নেতা এবং কর্মী সমর্থকদের। অবশেষে এদিন কালীপুজোর সন্ধিক্ষণে কলকাতায় ফিরে এলেন অভিষেক।