‘আর কোনও দিনও মুখ দেখাব না…’, ময়নাগুড়ির সভা থেকে কেন এমন বললেন অভিষেক?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে জনসংযোগ যাত্রায় মেতে উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নির্বাচনের আগে পায়ের তলার মাটি শক্ত করতে রাজ্যের প্ৰতিটি পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার কর্মসূচী নিয়েছে তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতোই আজ উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বিশাল জনসভা করেন অভিষেক। আর সেখান থেকেই ফের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মোদী-শাহকে।

ঠিক কি বললেন অভিষেক? শনিবার মঞ্চে দাঁড়িয়েই হুঙ্কার করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি। বিজেপি যে বলছে আলাদা রাজ্য গড়ব, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা, এই তিন জনকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের যে কোনও জায়গায় দাঁড়িয়ে মিটিং করে বলতে পারেন, আমরা উত্তরবঙ্গকে আলাদা ভাগ করে আলাদা রাজ্য গড়ব, আমি কথা দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে কোনও দিনও আর মুখ দেখাব না।”

এখানেই থেমে থাকেননি দলনেতা। এরপর কেন্দ্রকে তোপ দেগে অভিষেক বলেন, “৯ বছর ধরে ক্ষমতায়। একটা মিটিং করেনি, দেখাতে পারলে রাজনীতির আঙিনা ছেড়ে দেব। যাত্রা বন্ধ করে দেব। যদি কোনও বিজেপি নেতা দেখাতে পারে।” এদিনের সভার প্রথম থেকেই অভিষেকের নিশানায় ছিল জন বার্লা। অভিষেক বলেন, “আপনার ভোটে নির্বাচিত জন বার্লা দিল্লিতে গিয়ে দিল্লির তল্পিবাহকতা করে বাংলার বিরুদ্ধে কথা বলছে।”

abhishek 2

এরপরেই আবেগঘন হয়ে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “ঘর পরিবার সংসার সব ছেড়ে এসেছি। এক দিনের জন্যও বাড়ি ফিরব না। আমার এই কর্মসূচি সমর্থন করেন তো ? মানুষ আগামীদিনে প্রার্থী ঠিক করবে, তা আপনারা চান তো?” প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগামী দুমাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচীর মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়েছেন অভিষেক।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X