৬০ দিন ছাড়ুন, ৬ দিন রাস্তায় তাঁবু খাটিয়ে থাকুন, তাহলে বুঝব! BJP-কে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েতের (Panchayat Vote) আগে ‘তৃণমূলে নবজোয়ার’ নিয়ে হাজির শাসকদল। তবে সেই নিয়েও বিতর্কের শেষ নেই। কর্মসূচি শুরু হতে না হতেই তা নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। কেও বলছেন, ভয় পেয়ে রাস্তায় নেমেছে তৃণমূল, আবার কেও বলছেন এ শুধু টাকার শ্রাদ্ধ। তবে বিরোধীদের মন্তব্যে পিছু হটতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জের সভা থেকে বিরোধীদের কড়া ভাষায় জবাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “৬০ দিন ছাড়ুন, ৬ দিন এভাবে রাস্তায় তাঁবু খাটিয়ে থাকুন। তাহলে বুঝব!” এদিন অভিষেক বলেন, “ঘর-বাড়ি, পরিবার ছেড়ে ৬০ দিন রাস্তায় থাকব। রাস্তায় নামার দরকার ছিল না। কিন্তু আমরা যে কথা দিই তা রাখি। তাই আপনাদের কাছে এলাম। কিছু মানুষ ভেবেছি, অভিষেক তো বলেছে প্রার্থী মানুষ বাছবে। কিন্তু কাজে হবে কী? সেটাই যাতে হয় তার জন্য এসেছি।”

অভিষেক আরও বলেন, “২০২৬ পর্যন্ত সরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৩ বার মুখ্যমন্ত্রী। আবার চতুর্থবার জিতবেন। কিন্তু পঞ্চায়েতে মানুষের প্রতিনিধি না থাকলে সেখানে পরিষেবা বাধা পাবে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবাধ নির্বাচন হোক। তার জন্য প্রার্থী তৃণমূল ঠিক করবে না। আপনারা যাকে প্রার্থী ঠিক করবেন দলের সর্ব শক্তি দিয়ে তাকে জিতিয়ে আনা হবে। পঞ্চায়েতের পাহারাদার থাকবে।”

পাশাপাশি অভিষেক জানান, প্রতিদিনের সভা শেষেই ‘গণভোট’ শুরু হবে। গোপন ব্যালট ব্যবস্থা থাকবে। তার মাধ্যমে পঞ্চায়েতের পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবে সাধারণ মানুষ। আর যদি কেও গোপন ব্যালটে ভোট দিতে না পারেন তবে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পছন্দের প্রার্থীদের নাম জানাতে পারবে সাধারণ মানুষ।

abhishek banerjee

প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার ঘোষণার পর থেকেই কর্মসূচি ঘিরে হাজারো বিতর্ক, বিরোধীদের সমালোচনার বন্যা। এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “নতুন তৃণমূল হয়েছে। মমতার তৃণমূল হয়তো উঠে গিয়েছে। ওই নেতারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে নেতারা সিবিআই ডাক পাচ্ছেন, তাদের কুশল হাল জানতে গিয়েছেন হয়তো। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গিয়েছেন।” ‘আলেকজান্ডারের ভারত অভিযানে’র সঙ্গে তুলনা টেনেও কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অভিষেকের সংযোগযাত্রাকে জোর কটাক্ষ করে বলেন, “এই কর্মসূচির সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই, প্রথমত বিপুল সরকারি অর্থ ব্যায় করা হচ্ছে। ডিসি ৫ জন পুলিশ আধিকারিককে, কয়লা ভাইপোকে যেন চোর স্লোগান শুনতে না হয় তার জন্য। গাড়ির স্পিড একশোর নিচে নামাবেন না, তাহলেই চোর স্লোগান শুনতে হবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর