‘বাংলাই কিন্তু পথ দেখিয়েছে’, কর্ণাটকে কংগ্রেসের জয় ও BJP-র ভরাডুবি নিয়ে মন্তব্য অভিষেকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কর্নাটকে কুর্সি বদল! ক্ষমতাসীন বিজেপিকে (BJP) বিপুল ভোটে হারিয়ে কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় পথে জাতীয় কংগ্রেস (Congress)। প্রতিবেদন লেখার সময়ে সে রাজ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৬ টি আসনে। অন্যদিকে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা মাত্র ৬৪। ভোটের সম্পূর্ণ ফলাফল এখনও সামনে না এলেও চিত্রটা সকলের সামনে পরিষ্কার।

বেলা গড়াতেই কর্ণাটকেজয় উদযাপনে মেতে উঠেছেন দলের কর্মী সমর্থকেরা। ‘নো ভোট টু বিজেপি’ এমন স্লোগান তুলে আবির খেলায় ব্যস্ত তারা। সে রাজ্যের পাশাপাশি বিজেপির পরাজয়ে তৃণমূল কংগ্রেসের খুশিও কিছু কম নোয়। এই নিয়ে টুইট করতে বিন্দুমাত্র সময় ব্যয় করেননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

অন্যদিকে, বিজেপির পরাজয় ও হাত সেনার জয় নিয়ে মন্তব্য করেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে কংগ্রেসের এই সাফল্যের জন্য শুধুমাত্র রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে কৃতিত্ব দিতে নারাজ নেতা।

তার কথায়, “মানুষ বদল চেয়েছে তাই কর্ণাটকে কংগ্রেসের এই সাফল্য।” পাশাপাশি অভিষেক বলেন, শুধু যে ধর্মের নামে ভোটবাক্স ভরানো সম্ভব নয়, সেই পথ দেখিয়েছিল বাংলাই।” অন্যদিকে কর্ণাটকের ফলাফল নিয়ে টুইট বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য কর্ণাটকের মানুষদের টুইট করে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে টুইটে (Tweet) কোথাও কংগ্রেসের নাম উল্লেখ করেন নি মাননীয়া।

অন্যদিকে নিজের পরাজয় স্বীকার করে নিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, “প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের মরিয়া চেষ্টা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারিনি আমরা। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে হারের কারণ পর্যবেক্ষণ করে দেখব আমরা। এই ফলাফল মাথা পেতে নিচ্ছি। তবে লোকসভা নির্বাচনে শক্তি বাড়িয়ে আমরা ফিরে আসব।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X