বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরে উপনির্বাচন হতে আর মাত্র কদিন বাকি। প্রচার চলছে জোর কদমে। প্রচারের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের ভবিষ্যতের ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন অভিষেক।
এবারে প্রচারে কোনরকম খামতি রাখতে নারাজ তৃণমূল শিবির। সেই কারণে টার্গেট করা হয়েছে ভবানীপুরের হিন্দিভাষী ভোটারদের। হিন্দিভাষী ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছে সবুজ শিবির। শনিবার ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাঘরে হিন্দিভাষী ভোটারদের বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Today, All India Trinamool Congress National General Secretary Shri @abhishekaitc interacted with people from various communities and cultural backgrounds pic.twitter.com/WhED4WHGsr
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
সেই বৈঠকে অভিষেক বলেন, ‘শুধুমাত্র আমার বা আপনার ভোট নয় ভবানীপুরে। বর্তমানে গোটা দেশ এই ভবানীপুরের উপনির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। যদি ওদের কেউ হারাতে পারে, তাহলে সেটা আমরাই হব। রক্ত দিয়ে, জীবন দিয়ে, আমরাই ভারত জিতব’।
অভিষেক বলেন, ‘এই পাঁচ ফুট দুই ইঞ্চির মহিলাকে ওদের কত ভয়। এই নির্বাচনকে একদমই হালকাভাবে নেবেন না। এই লড়াই বিজেপি বনাম মানুষের সঙ্গে। কারণ, দেশের এই খারাপ পরিস্থিতিতে কেন্দ্রে একটা শক্তিশালী দলের প্রয়োজন’।
তিনি আরও বলেন, ‘৭ বছরে ১৪ কোটি কর্মসংস্থানের কথা বলেও, ১৪ লক্ষও হল না। মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়েছে। অন্যদিকে দাম বাড়ছে পেট্রোপণ্যেরও। বিভিন্ন রাজ্য থেকে নেতৃত্বরা আসছেন, আর তাঁরা বলছেন মমতাই দিল্লীতে পরিবর্তন করতে পারবেন। এই কাজে আপনাদের সাহায্য প্রয়োজন’।