অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকি! ১০ কোটির পুরস্কার, বিরাট পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। নিহত তরুণীর ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সমাজের প্রায় সর্বস্তরের মানুষ। এই আবহে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল!

অভিষেকের (Abhishek Banerjee) মেয়েকে ধর্ষণের হুমকিতে তোলপাড়!

আরজি করের ঘটনার প্রতিবাদে বাংলার নানান প্রান্তে বহু কর্মসূচি হচ্ছে। অভিযোগ, এমনই একটি কর্মসূচি থেকে তৃণমূল (Trinamool Congress) সাংসদের ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ইতিমহ্যেই এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে শিশুসুরক্ষা কমিশন। পুলিশের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। তাঁদের গ্রেফতারির দাবিতেও সরব হয়েছে কমিশন।

এই বিষয়ে শিশুসুরক্ষা কমিশনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘আরজি করে মহিলা ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে। সেখানে একজন ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ যদি ধর্ষণ করেন, তাহলে তাঁকে ১০ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। এই ঘোষণায় আশেপাশে উপস্থিত কয়েকজনকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এই ধরণের মন্তব্যের কমিশন বিরোধিতা করার পাশাপাশি আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে’।

আরও পড়ুনঃ সন্দীপের ‘ডান হাত’! এবার ‘সিং’য়ের খোঁজ পেল CBI, এই ব্যক্তির আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে!

শিশুসুরক্ষা কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, পকসো, ইউএনসিআরসি আইনে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। সেই সঙ্গেই দাবি করা হয়েছে, আরজি কর কাণ্ডের মাঝে আরও একটি ধর্ষণের হুমকি। এই বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে সমাজের কাছে ভয়ানক বার্তা যেতে পারে। এই ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে অভিষেক (Abhishek Banerjee) কন্যার সুরক্ষার বন্দোবস্ত করার দাবি জানিয়েছে কমিশন।

অভিষেক (Abhishek Banerjee) কন্যাকে হুমকি দেওয়ার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন সমাজমাধ্যমে লেখেন, ‘নিজেদের নোংরা কৌশলের মাধ্যমে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন। আগেও এমন হয়েছে। তবে এবার সীমা অতিক্রম করে গিয়েছে। শিশুদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যাকে এভাবে হুমকির প্রতিবাদ করার ভাষা নেই। এখনই এটা বন্ধ করুন’।

Abhishek Banerjee

এদিকে বিজেপি নেতা সজল ঘোষ এই বিষয়ে বলেন, ‘অভিষেক এই ধরণের কোনও অভিযোগ করেছেন বলে শুনিনি। বিজেপি নেতা-কর্মীরা এই ধরণের হুমকি দেওয়ার কথা ভাবতেই পারেন না। অভিষেকের পিসি অতীতে ধর্ষিতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। তবে বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ এনে তৃণমূল নিম্নরুচির পরিচয় দিল’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর