তৃণমূলের প্রবীণ প্রার্থীদের হয়ে প্রচার করবেন না অভিষেক? মুখ খুললেন কল্যাণ, ভোটের মাঝেই শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে ফের শিরোনামে তৃণমূলের ‘নবীন-প্রবীণ’ ইস্যু। দলের প্রবীণ নেতা তথা শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দু’টি সভা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচন রয়েছে সেখানে। ইতিমধ্যেই শেষ প্রচারও সম্পন্ন করে ফেলেছেন শ্রীরামপুরের তৃণমূল (TMC) প্রার্থী। তবে তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল, কল্যাণের হয়ে প্রচারে একবারও দেখা মিলল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগের দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচার করলেও কল্যাণের (Kalyan Banerjee) প্রচারপর্বে একবারের জন্যেও দেখা গেল না তৃণমূল সেনাপতিকে। শুধু তাই নয়, দলের আরেক প্রবীণ নেতা তথা উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) জোড়া প্রচারপত্রে আবার দলের সেকেন্ড ইন কমান্ডের কোনও ছবি নেই বলে সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়।

একদিকে শ্রীরামপুরে (Serampore) কল্যাণের প্রচারে তৃণমূল (Trinamool Congress) সেনাপতির না যাওয়া, অন্যদিকে সুদীপের প্রচারপত্রে অভিষেকের ছবি না থাকা, এই দু’টি বিষয়কে অনেকেই ‘নবীন প্রবীণ’ দ্বন্দ্বের আলোয় দেখতে চাইছেন। যদিও এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী নিজে। শনিবার শেষবেলার প্রচারপর্বে কল্যাণ বলেন, ‘কে কোথায় প্রচার করতে যাবেন সেটা মমতাদি ঠিক করেন। দিদি নিজে দু’টি জনসভা করেছেন। উনি বলেছেন, কল্যাণ একাই একশো!’

আরও পড়ুনঃ কংগ্রেস ছাড়বেন অধীর চৌধুরী? খাড়্গে বললেন, ‘… বেরিয়ে যেতে পারেন’, ভোটের মাঝেই তোলপাড়!

এরপর অভিষেকের না আসা প্রসঙ্গে তৃণমূলের বিদায়ী সাংসদ বলেন, ‘অভিষেককে যেখানে দরকার, দল তাঁকে সেখানে পাঠাচ্ছে। এখানে অভিষেক কেন, ববিরাও তো আসেনি’! কল্যাণের হয়ে প্রচার করতে দেখা যায়নি। এরপর থেকেই মাথাচাড়া দিয়েছে একটি জল্পনা। উত্তর কলকাতায় সুদীপের সমর্থনে কিংবা দমদমে সৌগত রায়ের হয়ে প্রচার করতে দেখা যাবে অভিষেককে?

আগামী ২৭ মে সুদীপের সমর্থনে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। তবে উত্তর কলকাতার প্রার্থীর হয়ে অভিষেককে কবে প্রচারে দেখা যাবে কিংবা আদৌ দেখা যাবে কিনা তা শনিবার অবধি জানা যায়নি। ঘটনাচক্রে, উত্তর কলকাতা, দমদম এবং ডায়মন্ড হারবারে আবার একই দিনে ভোট। আগামী ১ জুন নির্বাচন রয়েছে এই কেন্দ্রগুলিতে। তাই অনেকে আবার মনে করছেন, এবার নিজের কেন্দ্রে প্রচার শুরু করে দিতে পারেন তৃণমূল সেনাপতি। সেক্ষেত্রে ‘স্বাভাবিক’ কারণেই উত্তর কলকাতা কিংবা দমদমে না দেখা যেতে পারে অভিষেককে।

Abhishek Banerjee rally

যদিও এই বিষয়ে তৃণমূলের এক প্রথম সারির নেতা বলেন, ‘যদি দেখা যায়, শ্রীরামপুরের মতো উত্তর কলকাতা এবং দমদমেও প্রচারে যাননি অভিষেক, তাহলে বুঝতে হবে কোনও একটা ব্যাপার আছে। আর যদি এমনটা না হয়, তাহলে বুঝতে হবে শ্রীরামপুর নিছকই ব্যতিক্রম’। তবে শ্রীরামপুরে অভিষেকের না আসা নিয়ে কল্যাণের অবশ্য কোনও রাগ নেই। একটা সময় অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে পরবর্তীকালে তৃণমূল সেনাপতির প্রশংসাও করেন। বলেছেন, ‘অভিষেক এখন অনেক পরিণত একজন রাজনীতিক’। তবে কল্যাণ বিষয়টিকে স্বাভাবিক বললেও, তাঁর কেন্দ্রে তৃণমূল সেনাপতির প্রচারে না যাওয়া নিয়ে কিন্তু চর্চা চলছেই।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর