বড়সড় ঝটকা খেলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতে টেনে নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। গতকাল বৃহস্পতিবার ওনার ঠাঁসা কর্মসূচি ছিল। নামখানায় সভা, কাকদ্বীপে রোড শো করেন তিনি। এরপর আজ তিনি আলিপুরে জাতীয় গন্থাগারের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের কথা উল্লেখ করেন। বিশেষ করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম। অমিত শাহ বলেন, দেশের প্রতি নেজারি অবদান অনস্বীকার্য। দেশের তথা বাংলার যুবকদের ওনার আত্মত্যাগের অর্থ বুঝে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানের শেষে তিনি বাংলার তিনজন বিপ্লবীদের নামে ৯০০ কিমি সাইকেল র‍্যালিরও সূচনা করেন।

amit shah bengal today

আর এরমধ্যে তিনি বড়সড় ঝটকা খেলেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি মামলার জেরে ওনাকে ২২ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০১৮ সালে অগস্ট মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন। আর তাঁর জেরেই আজ এমপি অ্যান্ড এমএলএ-জ কেসেস-এর বিচারক ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করেছেন।

সেদিন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতার মেয়ো রোডে একটি সভায় ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, রোজ ভ্যালি, নারদা, সারদা, সিন্ডিকেট দুর্নীতিতে অভিযুক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, কেন্দ্র সরকার ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা পাঠিয়েছিল। সেই টাকা ভাইপো ও সিন্ডিকেটকে উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দুর্নীতির কারণে সব টাকা খোয়া গিয়েছে।

এই মন্তব্যের জেরে ২৮ অগস্ট ২০১৮ সালে অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। IPC-এর৫০০ নম্বর ধারা অনুযায়ী একটি ফৌজদারি মামলা করা হয় আর সেই মামলার জেরেই অমিত শাহকে ২২ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ জারি হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর