পুরভোটে অশান্তি চায় না অভিষেক, মারপিটের বদলে দিলেন বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের প্রচার করার বার্তা

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই কলকাতা পুরভোট। আর সেই দিকে যাতে কোনরকম সমস্যা না হয়, তা নিয়ে প্রার্থীদের সঙ্গে বৈঠক সেরে নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সুষ্ঠু ভাবে নির্বাচন করে এই নির্বাচনে জয় আনতে হবে।

এদিন বৈঠকে অংশ নিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং পুরসভার প্রাক্তন মেয়র, তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের মত নেতৃত্বদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মহারাষ্ট্র নিবাস হলে শনিবার দুপুরে পুরভোটের রণকৌশল ঠিক করতে এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৪৪ জন প্রার্থীও। সকলের উদ্দেশ্যেই বার্তা দিলেন শীর্ষ স্থানীয় নেতৃত্বরা।

abhishek banerjee says he will leave politics

এদিন বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, ‘পথসভা বা বড় মিটিংয়ের থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারকে প্রাধান্য দিন। নিজেদের ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যান বার বার করে। আর সেখানে গিয়ে তুলে ধরুন, এই বিগত ১১ বছরে আমরা কি কি করেছি মানুষের জন্য, বাংলার জন্য। সুষ্ঠু ভাবে নির্বাচন করে এই নির্বাচনে জয় আনতে হবে। ভোটে জেতার জন্য কোনভাবেই ”প্রভাব” খাটালে চলবে না’।

এদিনের বৈঠকে উপস্থিত থেকে ফিরহাদ হাকিম বলেন, ‘যদি কেউ ভোট দানে বাঁধা দেয়, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

এই নির্বাচনে বেশকিছু তৃণমূল সদস্য নির্বাচনী টিকিট না পেয়ে দলের প্রতি ক্ষোভ বর্ষণ করে নির্দল প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন। তাঁদের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, ‘যারা টিকিট পাননি, তারাও কিন্তু দলের সৈনিক। কিন্তু টিকিট না পেয়ে নির্দলে গিয়ে তাঁরা অন্যায় করেছেন’।


Smita Hari

সম্পর্কিত খবর