বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় আদালতে জোর ধাক্কা অভিষেকের। জেলবন্দি কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেরা করতে পারবে সিবিআই ও ইডি (ED-CBI)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তবে এর মধ্যেই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার তোড়জোড় শুরু করল তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েত ভোট পূর্বে বর্তমানে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে পশ্চিম বর্ধমানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের রায় আসা মাত্র নব জোয়ার থেকেই আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। সূত্রের খবর, বিচারপতি সিনহার নির্দেশনামা হাতে পাওয়ার পরই শীর্ষ আদালতে ছুটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল নিম্ন আদালতে চিঠি লিখে অভিযোগ করেন যে অভিষেকের নাম নেওয়ার জন্য ইডি তার উপর চাপ দিচ্ছে। অন্যদিকে এক জনসভা থেকে অভিষেকও এই একই অভিযোগ করেছিলেন যে, তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের উপর চাপ দেওয়া হয়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ইডি, সিবিআই চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে।
এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। ঘটনাচক্রে সম্প্রতি সেই মামলা বেঞ্চ বদল হয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আসে। তবে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তাই এদিন বহাল রাখল হাইকোর্ট।
অভিষেকের আবেদন খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি সিনহা বলেন, “সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী ৯ জুন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে তদন্তে রিপোর্ট জমা দিতে হবে।” অন্যদিকে, আদালতে মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এবার সুপ্রিম কোর্টে গেলে পরবর্তীতে এই মামলার জল কোনদিকে গড়ায় সেটাই দেখার বিষয়।