ফের তৎপরতা, INDIA জোটের বৈঠকের দিনই তলব অভিষেককে! জারি নোটিশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : একথা তো সকলেই জানেন বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। স্বাভাবিকভাবেই ঐদিন কমিটির সদস্য হিসেবে দিল্লির বৈঠকে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঐদিনই তাকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

রবিবার বেলা পড়তেই এই খবর সামনে এনেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটার (অধুনা এক্স) হ্যান্ডেলে এই নিয়ে পোস্টও করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং একইসাথে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তার কথায়, ৫৬ ইঞ্চির ছাতির ভয় আর ভীরুতায় তিনি বিস্মিত।

 

এইদিন রাত্রী ৭.৫০ মিনিট নাগাদ নিজের টুইটার অ্যাকাউন্টে অভিষেক লেখেন, ‘ ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশেন কমিটির প্রথম বৈঠক। যে কমিটির একজন সদস্য আমি। আর কী আশ্চর্যও ওই একই দিনে আমাকে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মাত্র সেই নোটিস আমার কাছে এসে পৌঁছল। বলতে বাধ্য হচ্ছি, ৫৬ ইঞ্চির ছাতির কাপুরুষত্ব আর অস্বস্তি দেখে আমি বিস্মিত।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X