বাংলাহান্ট ডেস্কঃ জমে উঠেছে বাংলার (west bengal) রাজনীতি। মঞ্চে দাঁড়িয়ে মোদী শাহকে দু মিনিট বাংলায় ভাষণ দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বহিরাগতকে ইস্যু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ২ মিনিট বাংলা বলার ওপেন চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামের নয়াগ্রামের সভা করতে গিয়েছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে বিজেপি দলকে শুধু তুলোধনা করেই ক্ষান্ত হননি তিনি। সেইসঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়দের ওপেন চ্যালেঞ্জও করলেন।
বাংলার উন্নয়ন প্রসঙ্গে মোদীজিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘উন্নয়ন এবং পরিসংখ্যানের নিরিখে এবার লড়াই হবে সামনাসামনি। আপনার আপনার চ্যানেল আপনার সঞ্চালক থাকলেও ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতি ছাড়ব। শুধু উন্নয়ন হবে বললেই হবে! দিদি তো একটা রিপোর্টকার্ড দেখিয়েছে। আপনার ৭ বছর তো হল, তা রিপোর্টকার্ড কই? বাংলার মেয়ে বনাম বহিরাগত- কাকে নির্বাচন করবেন সেটা জনগণ জানেন’।
ভরা সভায় মোদী শাহকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, ‘বাংলায় তো নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়রা সব সভা করতে আসছেন বারবার। ২ মিনিট বাংলায় কথা বলে দেখান, কোন কাগজ না দেখেই- চ্যালেঞ্জ করছি। যে প্রান্তেই দাঁড় করিয়ে দিন না কেন আমি কিন্তু ১ ঘন্টা হিন্দি বলতে পারব। কিন্তু আপনার নেতারা কাগজ ছাড়া ২ মিনিটি বাংলা বলতে পারবে না’।
এখানেই থামলেন না, তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে গিয়ে হোঁচট খাচ্ছে, সোনার বাংলা বলতে গিয়ে দাঁত ভেঙ্গে যাচ্ছে! বিশ্বকবি বেঁচে থাকলে লজ্জায় মুখ লোকানোর কোন জায়গাই অবশিষ্ট থাকত না তাঁর জন্য’।