জনদরদী অভিষেক! ইটাহারে দলীয় কর্মসূচির মধ্যেই করে দিলেন অ্যাম্বুলেন্স যাওয়ার পথ

বাংলাহান্ট ডেস্ক : জনসংযোগ দৃঢ় করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছুটে যাচ্ছেন বাংলার এপ্রান্ত থেকেও ওপ্রান্ত। এবার তিনি মানব দরদী রুপে ধরা দিলেন ইটাহারের চৌরঙ্গী মোড়ে। চৌরঙ্গী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বক্তৃতা শোনার জন্য ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ।

তার মাঝে একটি অ্যাম্বুলেন্স (Ambulance) এসে পড়ায় তিনি সেটিকে যাওয়ার পথ করে দেন। অভিষেকের নির্দেশ পেয়ে সাধারণ জনতা দ্রুততার সাথে অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার জন্য পথ করে দেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার নিজের গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ান উত্তর দিনাজপুরের ইটাহারের চৌরঙ্গী মোড়ে। অভিষেকের আগমন বার্তায় মুহুর্তে সেই জায়গায় জমে যায় ভিড়।

হাজার হাজার মানুষ জড়ো হন অভিষেককে দেখতে ও তার বক্তৃতা শুনতে। এরপর অভিষেক নব জোয়ার কর্মসূচির জন্য তৈরি বিশেষ গাড়ির ছাদে উঠে যান। যখন তিনি বক্তৃতা রাখছিলেন তখন তার নজরে আসে ভিড়ের মধ্যে একটি অ্যাম্বুলেন্স আটকে গেছে। এরপর অভিষেক নিজে সেই অ্যাম্বুলেন্সটিকে রাস্তা করে দেওয়ার জন্য উদ্যোগী হন।

abhishek banerjee today

সাধারণ মানুষকে আহ্বান জানান অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার পথ করে দেওয়ার জন্য। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই ভিড় থেকে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যায়। শত ব্যস্ততার মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা কথা মাথায় রেখে চলেন তা আরো একবার প্রমাণিত হল এই ঘটনা থেকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর